ব্যর্থ আস্ফালন

হবোনা হবোনা আমি; আর জলাশয়
শ্বেত বলাকারা নিত্য আসেনা আমার ছায়ায়,
মেঘমালা ভাসে গগণ মাঝে দিবানিশি
তবুও অপেক্ষার প্রহর চাতকীর ফোটা ফোটা জলরাশি।

চুড়ুই পাখির তরে বুনে যাই সোনালি ধান
পাখি যে আসেনা নিত্য, অন্যত্র করে পরিভ্রমণ;
একের মাঝে পূর্ণ নও তুমি, হয়ে যাও বহুগামী
ভাবনি কভু আমি জগত, আমিই বন্ধু, শুধু পরিচয়ে স্বামী।

ভরা পুষ্পে ধরণি; শুনিনা তবু মৌ গুঞ্জন
অলির পানে চেয়ে চেয়ে দিবাবসান; ঘটেনা আলিঙ্গন,
জোয়ারে হয়না সিক্ত বালুকারাশি;
অধরাই থেকে যায় বিবর্তনের বিবর্তনী।

হওনি তুমি পূর্ণ! সংসার জগত মায়ায়
নতুনেরে বরিতে ধাবমান তুমি মরীচিকায়,
আমি আমার মাঝে খুঁজি যেন অন্য পৃথিবী
হতে যদি হয়; হবো পথের বিবাগী।

শূন্য হতে হবো পূর্ণ; এঁকে যাই পদ চিহ্ন…
নব জন্মে শুভাশিস চাই! হতে চাই অনন্য।।

12 thoughts on “ব্যর্থ আস্ফালন

  1. অনেক ভাল লাগল এক ছন্দময় কাব্য

    শুভেচ্ছা নিবেন কবি দা————

  2. আমি আমার মাঝে খুঁজি যেন অন্য পৃথিবী,

    এক কথায় অসাধারণ,

    ভালো লাগলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. অসাধারণ একটি কবিতা প্রিয় কবি। অসাধারণ সব সৃষ্টি আপনার। শব্দনীড়ের মন্তব্য দানের ঘরে শীর্ষ অবস্থান এখন আপনার দখলে স্যার। অভিনন্দন রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয়, অনেক অনেক ধন্যবাদ… 

      মন্তব্যটি উদ্ধার হল।

  4. * অনিচ্ছাকৃত ভুলে সুপ্রিয় প্রেরনাদাতা মুব্বীর মন্তব্য উদাও হয়ে যাওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shock.gif.gif

  5. আপনার কবিতাকে আমার বিশেষ সমীহ করতে ইচ্ছে করে। অসাধারণ।

    1. * কবি দি, কৃতজ্ঞতা অশেষ…

    2. * সুপ্রিয় কবি দি, লজ্জা দিচ্ছ!!!

  6. "শূন্য হতে হবো পূর্ণ; এঁকে যাই পদ চিহ্ন…
    নব জন্মে শুভাশিস চাই! হতে চাই অনন্য"

    অপুর্ব!!!

    1. * সুপ্রিয় কবি ইলহাম ভাই, অনেক অনেক ধন্যবাদ…

মন্তব্য প্রধান বন্ধ আছে।