মৃত্যু সারথি পারিনি হতে
ওগো বন্ধু, বেঁচে যাই বারে বারে
অনিদ্রা আর অনাহারের যাপিত জীবন
ধূসর পৃথিবীর নিরানন্দ জীবন বর্ণহীন।
মৃত্তিকার মৃদু রস শুকিয়ে গেছে কবে সেই দিন
শুকনো পাতার মর্মর ধ্বনি, বাজেনা হয়ে মধুর নৃক্কন
শকুনের পাল পাড়ি দিয়েছে বহুকাল আগে পাথারের ওপারে
সীমান্ত যাত্রী হয়ে অনন্ত পথের সন্ধানে আমি শুধু বসে এপারে।
আপনার পোস্টে কিছু কথা যা কেবল প্রবাসেই অনুভব করা যায়। হৃদয়ছোঁয়া।
* ধন্যবাদ সুপ্রিয় কবি দি, আপনার মন্তব্যে প্রণোদনা পেলাম।
মৃত্তিকার মৃদু রস শুকিয়ে গেছে কবে সেই দিন
শুকনো পাতার মর্মর ধ্বনি, বাজেনা হয়ে মধুর নৃক্কন——–চমৎকার কবি দা
* ধন্যবাদ সুপ্রিয় কবি দা, ভালো থাকুন সবসময়।
মুগ্ধ হয়ে পড়লাম।
কবিতাটা অন্তর বাজিয়ে গেলো।
* অনেক ধন্যবাদ …
"সীমান্ত যাত্রী হয়ে অনন্ত পথের সন্ধানে আমরা সবাই শুধু বসে এপারে।" সুন্দর প্রকাশ।
* সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর…
সুন্দর।
* ধন্যবাদ…
দারুণ হয়েছে কবিতা।
* ধন্যবাদ কবি দাদা।
অনেক ভালো থাকুন কবি ভাই।
* এক সময় নবীনদের অনুপ্রেরণার মূলেই ছিলেন আপনারা।
ভালো থাকুন সবসময়।
ধূসর পৃথিবীর নিরানন্দ জীবন বর্ণহীন
* ধন্যবাদ প্রিয় কবি ইলহাম ভাই…