যুক্ত থেকে বিযুক্ত হয়েও করিনি সুখের আশ
আমার মত নও গো তুমি; পাইনি সুখের পরশ
কোটি জেব্রার মাঝেও পাইনি কোন মিল
সৃষ্টির এটি রহস্য লীলা, সময়তায় অমিল।
বৃষ্টির জল ধারণ করেও নদী সাগর ভিন্নতর
একই রঙের রক্ত নিয়েও; ভিন্ন স্বপ্নে জাতি বিভোর
নীল আকাশে ভেসে বেড়ায় মেঘ; হয়না বারিদ
সম আকৃতির হৃদয় নিয়েও হতে পারিনি সুহৃদ।
একই রবির আলোয় কোথাও তাপ; কোথাও উত্তাপ সীমাহীন
চাঁদের আলোয় ভাসছি আমি, কোথাও তুমি অন্ধকারে বিলীন
স্বপ্নের সিঁড়ির শিখরে কেউ; কলুর বলদের ঘাড়ে দিয়ে পা
কেমনে বলি ওগো পৃথিবী; তুমি সুন্দরী অপরুপা।।
কোথাও তাপ; কোথাও উত্তাপ সীমাহীন; চাঁদের আলোয় ভাসি আমরা, কোথাও তুমি কোথাও অন্ধকারে বিলীন। দারুণ কবিতা কবি দা।
* আপনাদের অনুপ্রেরণা নিয়ে পথ চলা। আপনারা আছেন বলে শব্দনীড়ে ছুটে আসা।
ভালো থাকুন নিরন্তর…
অপরূপ সুন্দর আপনার সাহিত্য কর্ম।
* সুপ্রিয় কবি দা, ধন্যবাদ অশেষ…
ইউ আর গ্রেট এ্যাণ্ড জিনিয়াস স্যার। কংগ্রাচুলেশন্স।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, শ্রদ্ধা সতত…
সুন্দর।
* ধন্যবাদ…
কোটি জেব্রার মাঝেও পাইনি কোন মিল
সৃষ্টির এটি রহস্য লীলা, সময়তায় অমিল
* সুপ্রিয় কবি ইলহাম ভাই,
স্বপ্নের সিঁড়ির শিখরে কেউ; কলুর বলদের ঘাড়ে দিয়ে পা
কেমনে বলি ওগো পৃথিবী; তুমি সুন্দরী অপরুপা———–দারুণ প্রকাশ কবি দা
* সুপ্রিয় কবি দা, অনেক অনেক ধন্যবাদ…
"স্বপ্নের সিঁড়ির শিখরে কেউ; কলুর বলদের ঘাড়ে দিয়ে পা
কেমনে বলি ওগো পৃথিবী; তুমি সুন্দরী অপরুপা।।" –দারুণ ফিনিশিং !
* সুপ্রিয় কবি, অনুপ্রাণিত…
শুভরাত্রি…