কাব্য দেবীর জন্যে অপেক্ষা

তোমার অনিচ্ছাতেও পেলে পেতে পারি যত ইন্দ্রিয় সুখ
কাব্যদেবীর বর বিহনে কিন্তু ফোটেনা কবিতার মুখ;
সাহা মল্লিকের দোকানী যতো রঙ মেখে দেই তোমার কপোলে
শ্রী হয়ে ফোটেনা; দুর্গন্ধ ছড়ায় চারি দিকে।

কথার ইন্দ্র জালে খৈ ফোঁটাও তুমি; বাণী আসে অবিরত
শ্রোতা পায়না খুঁজে; যা শুনতে চেয়েছিল
শব্দের মাঝে শব্দের দ্যোতনা চলে নিরবধি
তবু কেন ভাব আসেনা; এ কেমন বিধি!

আমায় দেয় অভিশাপ; পুরনো যত পাণ্ডুলিপি
ছাই ভষ্ম করেও হতে পারিনি এতটুকু সুখি!
দহন জ্বালা তার এখনও আছে হৃদয়ে
ক্ষণে ক্ষণে দেয় উঁকি বিশাল এক অনুতাপে।

ভুলে যেতে চাই, ভুলে যাই; ভুলে করি রোমন্থন
স্বপ্ন আঁকি আগামীর; স্বপ্নের মাঝে করি বিচরণ
তবু রঙিন হয়না ভুবন; রঙের এই মাঝারে
বিষাদের ছায়া মেখে যায় আমার শুন্য মন্দিরে।

জ্বালিয়েছ অনল; আমিও ঘি মেখে দেই তারে
পুড়ে ভষ্ম হতে এখন আমার বড় ইচ্ছে করে
সে অনলে যদি আসে অনুপ্রাস; হয় যদি উপমা
চিত্রকল্পের তরেও আমি নিয়োজিত থাকিব সদা।

আমি দগ্ধ হতে হতে হব বিদগ্ধ কাব্যদেবীর আরাধনায়
যতদিন পাবনা বর; বাণী অর্চনায়।

7 thoughts on “কাব্য দেবীর জন্যে অপেক্ষা

  1. এক এর পর এক ভাল ভাল কবিতা পড়তে পারছি আপনার। দারুণ কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * অনেক অনেক ধন্যবাদ কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif                                                              যদি কিছু হয়ে থাকে সেতো আপনাদের অনুপ্রেরণা।                                                    শুভরাত্রি। 

  2. অনেক কিছু বলেছেন; দারুণ লেগেছে!

    "ভুলে যেতে চাই, ভুলে যাই; ভুলে করি রোমন্থন
    স্বপ্ন আঁকি আগামীর; স্বপ্নের মাঝে করি বিচরণ"

    -মুগ্ধতা নিয়ে পড়লাম!
     

    1. * অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. আমায় দেয় অভিশাপ; পুরনো যত পাণ্ডুলিপি
    ছাই ভষ্ম করেও হতে পারিনি এতটুকু সুখি!——সুন্দর প্রকাশ কবি দা

    1. * অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. দেরি হয়ে গেলো কবিতার এই ঘরে আসতে। পড়ে গেলাম। যেতে যেতে শুভেচ্ছা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।