নীলে হব লীন

শিব কণ্ঠের নীল খুঁজছি যুগ যুগান্তর
যে অনল দগ্ধ হতে হতে হয়েছে নীল
পথিকের পথ হারানো ভয়ার্ত নীল–
বহুমুখি গুহায় আঁধারে পথ হারিয়ে;
যার মর্ম জগতে আপনা আপনি বাজছে বেদনার বীণ।

যোগ্যতার সকল রসদ বুকে নিয়ে
যে উদ্ভ্রান্ত পথিক বসে আছে মাঝ পথে–
গন্তব্য যার সুদূর সীমাহীন ।
যে সুন্দরের পূজারি যুবক—
আমাজানের গভীর অরণ্যে পথ হারিয়ে সভয়ে
অনুভব করেছে ঝড়ের আভাসে শঙ্কিত নীল।
তোমার কোমল পরশ অনুভবে–
বিষ পাত্র পান করেছিল সুধা ভেবে অহর্নিশ,
সে প্রেমিক নিঃশেষ প্রেম দিয়ে আজ পথের বিবাগী;
তাদের বুকের সেই নীল নিয়ে আজ
আমি হব লীন।

10 thoughts on “নীলে হব লীন

  1. সাধারণ তবু অসাধারণ একটি শিরোনাম। অথচ সচরাচর এমন শব্দ আমরা অনেকেই উচ্চারণ করি; সময়ে ভুলে যায়। সুন্দর লিখা প্রিয় স্যার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সে প্রেমিক নিঃশেষ প্রেম দিয়ে আজ পথের বিবাগী;
    তাদের বুকের সেই নীল নিয়ে আজ
    আমি হব লীন।——চমৎকার প্রকাশ 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।