বিধির বিধি লঙ্গিবে কেমনে

সে রাতে কুজ্ঝটিকার আড়ালে হারাল প্রকৃতি
তমাসাচ্ছন্ন চারিধারে; হঠাৎ ডাক দিয়ে গেল কোন এক সুদর্শন
শ্যেন দৃষ্টিতে তাকিয়ে ছিল অশ্বথের ডালে নিরীহ সে পেঁচাটি
প্রকৃতির তার বিধি ভেঙ্গে শোনাল সামুদ্রিক গর্জন;
ভাসিয়ে নেবে, নেবে অচিরে; এঁকেছিলেম যত তব মুখচ্ছবি।
প্রকৃতি জাগেনি তখনো, যখন জেগেছি আমি তথায়
হন হন রবে ছুটে চলেছি; জলদের চেয়ে জলদি গতি
রুধিতে হবে তব হুংকার, তব সীমানায় বাঁধিব তোমায়
যেথায় আছ, থাকিতে হবে সেথায়; কেমনে লঙ্গিবে বিধি!
শোননি সে আত্মনাদ, যেমনি খুশি তেমনি হানিলে আঘাত
রচিলে মহা ধ্বংস যজ্ঞ, নাশিয়া তব সীমানা
আমি হইলেম পথের বিবাগী; রচিল অগ্ন্যুৎপাত
জগত যেমন ছিল, তেমনই আছে; বেড়েছে শুধু দেনা!
জীবনানন্দের সুদর্শন এখনও উড়ে সন্ধ্যার আকাশে
অশ্বথ ডালে বসে পেঁচাটি আজও রাত্রির প্রহর গুনে
জোয়ার তোমার ঠিকানা দিল তটে;
স্মৃতিশক্তি তোমার নিয়েছে কেঁড়ে, তাইতো স্বপ্ন বুনো ভিন্ন হরফে।

18 thoughts on “বিধির বিধি লঙ্গিবে কেমনে

  1. সতত ব্যস্ততার মাঝেও লিখে চলেছেন তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ দিতেই হয় প্রিয় কবি। ভালো থাকবেন। এভাবেই পাশে থাকবেন এই প্রত্যাশা রাখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, যতদিন প্রেরণা পাব ততদিন শব্দনীড়েই থাকবো… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সব জেনে বসে আছেন বিধাতা । তিনিই আমাদের পালন কর্তা । ধন্যবাদ আপনাকে সুন্দর লেখার জন্য । 

  3. জীবনানন্দের সুদর্শন এখনও উড়ে সন্ধ্যার আকাশে
    অশ্বথ ডালে বসে পেঁচাটি আজও রাত্রির প্রহর গুনে——-সুন্দর

  4. "জগত যেমন ছিল, তেমনই আছে; বেড়েছে শুধু দেনা"!

    কী দারুণ বলেছেন! মুগ্ধ !
     

    1. * অনেক ধন্যবাদ সুপ্রিয়… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      মন্তব্যে অনুপ্রাণিত।

  5.  অপুর্ব এক টপিক নিয়ে দারুণ কবিতা লিখেছেন প্রিয় দিলওয়ার ভাই!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    আমার জানা মতে বিধির লিখন কেবল বিধিই   পরিবর্তন করতে পারেন যদি কেউ  বিধির কাছে করজোড়ে সেটা চেয়ে থাকেন!

    1. * অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি ইলহাম ভাই… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      বিধির বিধান অলংগনীয়!

মন্তব্য প্রধান বন্ধ আছে।