শরতে আমার বাংলাদেশ

আজি শরতপ্রাতে উথলিয়ে উঠেছে মোর দেহ মন
দিগন্ত রেখা ভেদি বাজিছে মধুর কঙ্কন,
নব কিশোরী এলিয়ে দিয়েছে কালো কেশ
ছুটে চলেছে গ্রামের ছোট্ট নদীটির ধারে, হারিয়ে দিশ।

প্রভাত হতেই চলেছে আকাশে মেঘ ও রোদের খেলা বেশ
কাশ ফুলের শুভ্র ছোঁয়ায় তুমি সেজেছ, মুগ্ধ আমি অশেষ,
ওহে প্রেয়সি আমার বঙ্গ ললনা- মোহনীয় তুমি নেই উপমা
হারাই আমি তোমার মাঝে; পাইনি খুঁজে আর কোন তিলোত্তমা।

অনাদি কাল হতে এসেছে বণিক পসরা হাতে বিমুগ্ধ করেছ তারে
দূর দেশ হতে ধর্মের বার্তা নিয়ে এসেছে ধর্ম প্রচারক; সেও মুগ্ধ তোমাতে
সুন্দরের প্রিয়াসী যে, তুমি নিয়েছ টেনে বুকে; তোমার রুপ অনিঃশেষ
এমন রুপের মাধুরি পায়নি আর কোথায়ও প্রেমিক; তুমি আমার বাংলাদেশ।

18 thoughts on “শরতে আমার বাংলাদেশ

  1. 'সুন্দরের পিয়াসী যে, তুমি নিয়েছ টেনে বুকে; তোমার রুপ অনিঃশেষ
    এমন রূপের মাধুরি পায়নি আর কোথায়ও প্রেমিক; তুমি আমার বাংলাদেশ।'

    'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি; সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।' :)

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, ধন্যবাদ অশেষ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রভাত হতেই চলেছে আকাশে মেঘ ও রোদের খেলা বেশ
    কাশ ফুলের শুভ্র ছোঁয়ায় তুমি সেজেছ, মুগ্ধ আমি অশেষ,————-

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।