অন্ধকার আত্মার পূজারি

অন্তরা কতো দিন আসিনা তোমার আঙিনায়
সময় যে ঘটেনা তা কিন্তু নয়—
ভেবেছিলাম ভাদ্রের অমাবস্যায় মিশে যাব অন্ধকারে
ছায়াহীন বিশুদ্ধ আঁধার; মেখে নেবো সারা অঙ্গে।

শ্বেত-শুভ্র মেঘের ভেলায় ভাসিনি কোনোদিন
খুজিনা তাই কোন এক পূর্ণিমা রজনী মন;
আলোআঁধারি প্রেমে বিশ্বাস করিনা
মধ্যপন্থা বলে কিছু আছে কিনা জানিনা।

তোমার অপেক্ষা এক পূর্ণিমা রাতের তরে
চাঁদ যখন মধ্য গগণে তখন আমি যাই চলে—
পৃথিবির পুর্ব অক্ষরেখায় যেথায় আকাশ ছেয়ে গেছে কালো মেঘে
আমি যে পূজারি অন্ধকার আত্মার, খুঁজে ফিরি তাই অন্ধকারে।

6 thoughts on “অন্ধকার আত্মার পূজারি

  1. আপনার লিখায় জীবনানন্দ দাশের ভাবনার ছায়া খুঁজে পাই। অভিনন্দন মি. হুসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, সব ভাবনার অনুপ্রেরণা আপনারাই। ভালো থাকুন নিরন্তর…

      শুভরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. * ধন্যবাদ সুপ্রিয় কবি দি…

      শারদীয় শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. দারুণ লিখেছেন। মুরুব্বীর কমেন্টের সাথে একমত।

    মুগ্ধ হয়ে পড়লাম। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।