চাই কর্মময় জীবন

শরত প্রভাত; ভয়ংকর সুন্দরি মূর্তিতে রবির আবির্ভাব
দৃষ্টি প্রসারিত করেছি লুটে নিতে সুন্দর যথাসম্ভব,
বিপন্ন বিষাদে ছেয়ে গেছে চারদিক—
আমি যেন হামাগুড়ি দিতে লাগলাম হয়ে নবজাতক।

অথচ কাছে পেয়েও ছোঁয়া হলনা অধরা সুন্দর
তলিয়ে যাচ্ছি পাতালপুরীর অজানা গুহার অন্দর;
হয়তো এভাবে চলে যাব; দৃষ্টি সীমার ওপারে একদিন
মেলাতে বসেছি তাই হিসেবের খাতা, পাই যদি কিছু অমলিন।

হারিয়ে গেলেও মনে পড়ে যেত তোমার
হয়তো সুযোগ ছিল মরেও বেঁচে যাবার
মেতে ওঠতে পারতাম যদি; উল্লাসে দৃষ্টি সুখের
অধরাকে ধরে নিয়ে যদি দিতাম তোমায় উপহার।

সময় কেটেছে দারুন হেলায় আর খেলায়;
তাইতো তরী পৌছায়নি যাওয়ার কথা ছিল যেথায়,
কি করে করি আজ অমরত্বের আশা!
চেপে ধরেছে চারিদিক; ঢেকে দিচ্ছে সবই কুয়াশা।

নুয়ে পড়তে চাইনা আজ বয়সের ভারে,
সবার মাঝে বেঁচে থাকতে চাই, তোমাদের হয়ে;
যৌবন তো মানুষের বয়সে নয়; কর্মে
শুরু হোক কর্মের কোলাহল; যতদিন না যাই ওপারে।

6 thoughts on “চাই কর্মময় জীবন

  1. প্রকৃতি ও জীবনবোধের দারুণ মিশেল। চমৎকার উপস্থাপনা। শুভ সকাল প্রিয় কবি।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, কৃতজ্ঞতা অশেষ।

      অনুপ্রেরণায় ধন্য… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. নুয়ে পড়তে চাইনা আজ বয়সের ভারে,
    সবার মাঝে বেঁচে থাকতে চাই, তোমাদের হয়ে;
    যৌবন তো মানুষের বয়সে নয়; কর্মে
    শুরু হোক কর্মের কোলাহল; যতদিন না যাই ওপারে।

    ইশ্বরের কাছে আমাদের সবার গন্তব্যস্থল। ভাল থাকবেন কবি দা। প্রণাম।

    1. * সুপ্রিয় কবি দি, শারদ শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * ধন্যবাদ কবি দাদা, শারদ শুভেচ্ছা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।