কচি কিশলয় দুর্বাঘাসে পরিণত হবার আগেই
প্রেমে পড়ে দখিনা সমীরণের,
জীবন যৌবন সমর্পিত করার মানসে স্বপ্ন রচে নিরন্তর
কঠিন দাবদাহের মাঝেও খুঁজে শান্তির পরশ
হিমশীতল ভোররাত্রির কুজ্ঝটিকায় ভুলেনা পথের ঠিকানা
শীতের আধিক্য বেড়ে গেলে নুয়ে পড়ে বটে
ভুলেনা তবু বসন্ত বায়ুর মধুর আলিঙ্গন।
বসন্তের পরে গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত শেষে শীতে ধরণী কাঁপে থরথর
কচি কিশলয়ের সেই প্রতীক্ষার ঘটেনা অবসান
বর্ষ পরিক্রমায় জীবনে নেমে আসে ধূসরতা
বলা হয়নি তবু দখিনা সমীরণ, ভালোবাসি তোমায়
অমিমাংসিত থেকে যায় সম্পর্কের আদি অন্ত।
( জীবনের অধিকাংশ সম্পর্ক-ই অমিমাংসিত থেকে যায়।)
10 thoughts on “অমিমাংসিত সম্পর্কঃ ০১”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
"বর্ষ পরিক্রমায় জীবনে নেমে আসে ধূসরতা
বলা হয়নি তবু দখিনা সমীরণ, ভালোবাসি তোমায়
অমিমাংসিত থেকে যায় সম্পর্কের আদি অন্ত।"
–মন ছুঁয়ে গেলো; একরকমের বিষন্ন অনুভব জাগালো। দারুণ !
* ধন্যবাদ সুপ্রিয়, মন্তব্যে অনুপ্রেরণা পূঁজি হল বহুগুণে…

জীবনের অধিকাংশ সম্পর্ক-ই অমিমাংসিত থেকে যায়। ধ্রুব সত্য কথন স্যার।
* ধন্যবাদ প্রিয় প্রেরনাদাতা মুরুব্বী…

বলা হয়নি তবু দখিনা সমীরণ, ভালোবাসি তোমায়
অমিমাংসিত থেকে যায় সম্পর্কের আদি অন্ত।
==== বাহ দারুন কবির ঘটনা সত্য না হয়ে পারে,,,,,,,,



* প্রিয় কবি মান্নান ভাই, অনেক অনেক ধন্যবাদ…

সুন্দর অনুভব কবি দা।
* ধন্যবাদ প্রিয় কবি দি…
বলা হয়নি তবু দখিনা সমীরণ, ভালোবাসি তোমায়
অমিমাংসিত থেকে যায় সম্পর্কের আদি অন্ত।
* প্রিয় কবি দাদা, অনেক ধন্যবাদ…
