অদৃশ্য প্রেম

ভাবনার পশ্চাতে রয়ে যায় জীবনের ইতিহাস
সেটি কাব্য নয়, নাটক কিংবা নয় উপন্যাস
অপ্রকাশিত ভাষা ঘুমরে মরে রচে অন্তর্দহন
তাইতো কবি নীরব, বসে আছে দেবী মন্দিরে হয়ে নির্জন।

যে ভাষার ঘূর্ণিঝড়ে থরোথরো কাঁপে হৃদয়ের দেয়ালে
তার অনুরণনে হতে তুমি পুলকিত দেখেতিস যদি চেয়ে
পারেনি কবি রচিতে ভাষা চরণ বেদনায় হয়েছে নীল
তাইতো তুমি কবি হৃদয়ের তাজমহল ছুঁতে পারনি হয়ে উচ্ছ্বল।

দিনের আলো নিভে গেলে সন্ধ্যার আয়োজনে ম্লান হয় কবি মুখ
আঁধারের মাঝেও কবি খুঁজে ফেরে চিরচেনা তোমারি মুখ
জগত যেখানে মধুর সম্ভাষণে বাহারি রঙের বহিরাবরণে মাতে অহর্নিশ
কবি সেখানে নীরব, অন্তর্মুখী ভাবনার মাঝে করে বসবাস।

জ্বালাতে পারেনি কবি আলোকশিখা, রঙের ফানুস
রচিতে পারেনি মরীচিকার পদ্মকানন, হয়ে অনিমেষ
কবি রচেছে মহাকাব্য ভালোবাসার হৃদমন্দিরে
পায়নি আলো জগত মাঝে কী করে তুমি তারে ভালবাসিবে।

অব্যক্ত ভালোবাসা কেঁদে মরে ধোঁয়ার আঁধারে
কখনো সরল কখনো গরল, স্বপ্ন দেখে মিথ্যে আশ্বাসে।

12 thoughts on “অদৃশ্য প্রেম

  1. 'ভাবনার পশ্চাতে রয়ে যায় জীবনের ইতিহাস
    সেটি কাব্য নয়, নাটক কিংবা নয় উপন্যাস।'

    ___ সার্বজনীন এই বাস্তবতা অস্বীকারের জো নেই। এ ভাবনা নিয়েই চলতে হবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, আপনার অনুপ্রেরণায় ধন্য… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দিনের আলো নিভে গেলে সন্ধ্যার আয়োজনে ম্লান হয় কবি মুখ
    আঁধারের মাঝেও কবি খুঁজে ফেরে চিরচেনা তোমারি মুখ

    ====প্রেমে সব সময় লুকিয়ে রয় যেন ছায়া অপসরী, হাওয়ায় চেতন ফিরে,,,,,,,,,,,,,

     

    1. * প্রিয় কবি মান্নান ভাই, অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. "দিনের আলো নিভে গেলে সন্ধ্যার আয়োজনে ম্লান হয় কবি মুখ
    আঁধারের মাঝেও কবি খুঁজে ফেরে চিরচেনা তোমারি মুখ
    জগত যেখানে মধুর সম্ভাষণে বাহারি রঙের বহিরাবরণে মাতে অহর্নিশ
    কবি সেখানে নীরব, অন্তর্মুখী ভাবনার মাঝে করে বসবাস"।

    –গভীর ভাবনা নিয়ে দারুণ কবিতা লিখেছেন কবি।

    1. * সুপ্রিয়, অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য অনুপ্রেরণার উৎস রয়ে থাকবে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4.  অসাধারণ সুন্দর একটা কবিতা পড়লাম। হৃদয় ছুঁয়ে গেলো। শ্রদ্ধেয় কবি দিলওয়ার দাদাকে অজস্র ধন্যবাদ।

    1. * প্রিয় কবি দাদা, অনেক অনেক ধন্যবাদ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।