দেবদারু তলায় প্রায় দেখা হতো এক বৈষ্ণবীর সনে
ব্রত ছিল তার মজিবে না আর কোন পুরুষ প্রেমে;
ছিল এক বামন ঠাকুর; কেঁড়ে নিল তার সব জীবন-যৌবন
সে হতে বৈষ্ণবী; ঘুরে দেশে দেশে, নিয়ে সন্ন্যাসি মন ।
ভাঙতে বৈষ্ণবীর ভ্রম, সেজেছিলাম সাধুজন
ব্রত নিয়েছিলাম কভু হানিবো না আঘাত, হবো বিশ্বাসী জন
কাজে-অকাজে ছুটে যেতাম দেবদারু তলে
প্রায়শ দেখা হয়ে যেত বৈষ্ণবীর সনে ।
জানি না কীসের ছলে, এ পথকেই সে নিল আপন করে
আমার আসতে হতো দেরি; তবু বৈষ্ণবী থাকতো অপেক্ষাতে,
যবে বৈষ্ণবী বুঝে নিয়েছে পুরোপুরি আমি মজেছি তার প্রেমে
তখনি কেটে পড়েছে; বামন ঠাকুরের প্রতিশোধ আমাকে দিয়ে নেবে বলে !
ভালো বিপদে পড়েছেন দেখছি। সাবধানে থাকুন কবি ভাই।
শুভ সকাল। 
* সুপ্রিয়,
কবিতাখানা ব্যক্তিগত জীবন প্রভাবিত নয়, উপলব্ধি মাত্র।ভালো থাকুন সবসময়…
অভিনন্দন তো বটেই; নিরাপদে থাকুন কবি হুসাইন ভাই।
* অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি….
চমৎকার কবিতা প্রিয় কবি দা।
* প্রিয় কবিদি, অনেক অনেক ধন্যবাদ….
আমার শুভেচ্ছা নেবেন কবি স্যার।
* সুপ্রিয়, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি….
পূর্ণ ভালোবাসা কবি হুসাই্ন ভাই।
* প্রিয় কবিদা, অনেক অনেক ধন্যবাদ….