বহুদিন থেকে ইচ্ছে হচ্ছে একটা পৈশাচিকরূপী প্রেমিক হতে
না! তোমরা যেমনিটি ভাবছো, ঠিক তেমনটি নয়-
তোমাদের কাছে তো পিশাচ মানেই হিংস্র,
সর্বস্ব কেঁড়ে নেওয়া এক নুপুংসুক হায়েনা!
আমি ঠিক তেমনটি ভাবছিনা, ভাবছি অনাবিল সুখের সায়র
দক্ষিণা সমীরণে ভেসে আসা কাঠপোলাপের স্নিগ্ধঘ্রাণ
কাশফুলের সুকোমল বিছানায় শুয়ে শুয়ে দুজন
নীল আকাশের সাদা মেঘের ভেলায় ভেসে যাওয়ার গল্প অবিরাম।
আমি চাচ্ছি এক সুবোধ বালিকার অমলিন ভালোবাসা
যেখানে নেই কোনো দ্বেষ, হিংসা আর কামণার হলিখেলা
অদেখার বিরতিতে আকাশ-পাতালেও জাগবে বিরহ ব্যাথা
যেমন জীবনী শক্তি ছাড়া প্রাণ টেকেনা; তেমনই শুভ্র ভালোবাসা।
তার চেখে আমি হবো এক অনাবিল সুখস্বপ্ন
হৃদয় গহীনে লুকিয়ে থাকা এক হৃদকম্প
থেমে যাওয়া মানেই তার মৃত্যু অবধারিত
শ্যামল পৃথিবী ধূসর হবে, চোখের চাহনি হবে স্থির।
এই বিশ্বাস যেদিন পেয়ে যাবো
ভালোবাসা প্রাপ্তির শতভাগ আশ যবে মিটে যাবে
সেদিন আমার অন্তর্ধান হবে, এই লোকালয় থেকে দূরে বহুদূরে-
সীমানার ওপারে, যেথায় জীবন নিয়ে কেউ যেতে পরেনি আজো।
আপনার কবিতায় একজন পাঠক হিসেবে কেবল মুগ্ধতাই আমার কাজ করে। একরাশ শুভেচ্ছা রইলো কবিতায় এবং কবি আপনার প্রতি।
সুপ্রিয়, কৃতজ্ঞতা অশেষ….
