তোকে ছাড়া
তোকে ছাড়া ঠিকি বেঁচে আছি এখনও,
কিন্তু তোকে ছাড়া ভালো নেই একটুও।
তুই যে আমার ভালো থাকার ঔষধ
তুই যে আমার প্রাণ,
বাতাসের মাঝে খুঁজে পাই
তোর শরীরেরই ঘ্রাণ।
তোকে ছাড়া জীবন যেন বিষাক্তময়,
তোকে ছাড়া থাকতে ভীষন কষ্ট হয়।
তোকে ছাড়া মন থাকে বিষন্ন
তোকে মনে পড়ে যে খুব,
যেদিকে তাকাই সেদিকে দেখি
মায়া ভরা তোর ঐ মুখ।
তুই কাছে নেই সেই সুযোগে
একাকীত্ব বাসা বেধেছে আমাতে,
তোকে যে খুব দরকার
এই একাকীত্বকে তাড়াতে।
আমাকে ছাড়া থাকতে তোর কষ্ট হয় না বুঝি,
আমি তো পাগলের মত তোকেই শুধু খুঁজি।
তোর জন্যই তো আমার সকল পাগলামি,
তোকে যে অনেক ভালোবাসি আমি।
তোকে ছাড়া থাকতে সত্যিই আর পারছিনা,
আমার কাছে তাড়াতাড়ি ফিরে তুই আয় না।
ভালোবাসি তোকে ভালোবেসে যাবো,
যতদিন এ পৃথিবীতে আমি বেঁচে রবো।
_নীলাভ্র
ভালোবাসি তোকে ভালোবেসে যাবো,
যতদিন এ পৃথিবীতে আমি বেঁচে রবো।
ভালোবাসার কবিতায় নির্মল ভালোবাসা কবি মি. নীলাভ্র। অভিনন্দন।
ধন্যবাদ
ভালোবাসা জিন্দাবাদ। ভালোবাসার জয় হোক। শুভেচ্ছা জানবেন কবি।
ধন্যবাদ
ভালোবাসাময় ভালোবাসা কবি নীলাভ্র ভাই।
ধন্যবাদ।
সুন্দর।
ধন্যবাদ।