নিমন্ত্রণ

এই যে মেয়ে শরৎ রাণী আকাশ জুড়ে মেঘেদের ঢল
তোমায় দেখার একলা আকাশ কাশ ফুলেদের ছল।
নীলচে জলের আয়না কারুকাজ নূপুর পায়ে দুপুর
ঘাস ফড়িঙের ডানায় চড়ে স্বপ্নগুলো যাচ্ছে কত্তদূর।
অচিন পুরের অচিন মেয়ে নিখাদ চোখে অরুণিমা মন
শাপলা শালুক পদ্ম কমল তোমায় যে করছে নিমন্ত্রণ।

হাতের মুঠোয় নীলচে জোনাক আলোক ভরা জ্যোতি
হৃদয়পুরে উঠোন জুড়ে চলছে আজ কোন সে আরতি।
ভাদ্র মাসের তালের পিঠা নতুন ধানের চিড়া মুড়কি খঁই
ঘুমস্নিগ্ধ ঘাসফুলে আলতো পায়ে এসো ওই ভোর ছুঁই।
একগুচ্ছ বিকেল কাঁচের চুড়ি নীল শাড়ি কত্ত আয়োজন
ভিজা চুল আয়নায় উঁকিঝুঁকি করছে আজ ভীষণ নিমন্ত্রণ।

০২/০৯/১০

7 thoughts on “নিমন্ত্রণ

  1. হাতের মুঠোয় নীলচে জোনাক আলোক ভরা জ্যোতি। অভিনন্দন মি. পথিক সুজন। :)

  2. ভাদ্র মাসের তালের পিঠা নতুন ধানের চিড়া মুড়কি খঁই
    ঘুমস্নিগ্ধ ঘাসফুলে আলতো পায়ে এসো ওই ভোর ছুঁই।

    দারুণ এক নিমন্ত্রণের সম্ভাবনা। সহজ সরলে আপনার লেখা সব সময় মুগ্ধ করে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. ভাদ্র মাসের তালের পিঠা নতুন ধানের চিড়া মুড়কি খঁই
    ঘুমস্নিগ্ধ ঘাসফুলে আলতো পায়ে এসো ওই ভোর ছুঁই।

    মনে করিয়ে দিলেন। আপনার কবিতা পড়ে জীবনের পেছনে ফিরে তাকাতে হচ্ছে।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।