images

গণতন্ত্র জনতন্ত্র

গণতন্ত্র জনতন্ত্র রাজতন্ত্র
সকল তন্ত্র এক মন্ত্র
ক্ষমতায় থাকার মূলমন্ত্র
গদি দখলের ষড়যন্ত্র
রাজনীতির মূলমন্ত্র
গণতন্ত্র জনতন্ত্র।

ভূমি করে জবরদখল
টেন্ডারবাজি বাড়ি দখল
পরের জমি ভোগদখল
খাসজমি বেদখল
কতো করে ষড়যন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

ভোটের আগে ধারে ধারে
জিতে গেলে লাথি মারে
কথায় কথায় ঝারি মারে
ক্যাডার দিয়ে মানুষ মারে
তাদের মুখেই গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

গরিবের রিলিফ মেরে খায়
সুইস ব্যাঙ্কে টাকা জমায়
বিদেশেতে বাড়ি বানায়
নিজের স্বার্থ আনায় আনায়
কথায় কথায় গণতন্ত্র
জনতন্ত্র গণতন্ত্র।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “গণতন্ত্র জনতন্ত্র

  1. গণতন্ত্র জনতন্ত্র রাজতন্ত্র … সকল তন্ত্র এক মন্ত্র
    ক্ষমতায় থাকার মূলমন্ত্র … গদি দখলের ষড়যন্ত্র
    রাজনীতির মূলমন্ত্র … গণতন্ত্র জনতন্ত্র।

    তন্ত্রের সেরা আর মন্ত্রে হিট … রাজতন্ত্রের গণতান্ত্রিক গলোতন্ত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. সামনে জাতীয় নির্বাচন আসছে। অনেককিছুই হয়ত দেখতে পারবো। 

  2. যত সব যন্তর মন্তর নীরিহ জনতার জন্য। চতুর রাজনীতিক আজীবন নিষ্পেষিত মানুষের রক্ত চোষা।  

    1. রাজনীতির জাঁতাকলে আমরা যুগযুগ ধরে চিবুনি খাচ্ছি। সামনে নির্বাচন আসছে দিদি। কতকিছু যে দেখা যাবে! তার কোনও ইয়াত্তা নেই। এমনও দেখা যাবে, বড়বড় নেতারা ফকির সেজে ভোট ভিক্ষায় নেমেছে। ভোট শেষ হয়ে গেলে আর তাদের কাউকে দেখা যাবে না। যেন বাতাসে মিশে গেছে।

  3. ভোটের আগে ধারে ধারে
    জিতে গেলে লাথি মারে
    কথায় কথায় ঝারি মারে
    ক্যাডার দিয়ে মানুষ মারে
    তাদের মুখেই গণতন্ত্র
    জনতন্ত্র গণতন্ত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    1. আর কিছুদিন পরই নির্বাচন আসছে। তাই লিখলাম দাদা। এখনই ভোট ভিক্ষা শুরু হয়ে গেছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।