আমার ভোট আমি দিবো

আমার ভোট আমি দিবো

দেশে আসছে জাতীয় নির্বাচন,
দেখা যায় নেতাদের সারাক্ষণ।
সকাল-বিকাল তাদের আগমন,
শ্লোগান থাকে শুভেচ্ছা স্বাগতম।

ভোট ভিক্ষায় নামছে নেতা,
লক্ষ্য তাদের ভোটে জেতা।
মুখে থাকে মিষ্টি কথা,
জিতে গেলেই দিবে ব্যথা।

ভোটের আগে হাতে ধরে,
জিতে গেলে লাথি মারে।
পরের জায়গা দখল করে,
সুইজ ব্যাংকে টাকা ভরে।

কথায় কথায় গণতন্ত্র জনতন্ত্র,
ক্ষমতায় গিয়ে করে ষড়যন্ত্র।
নেতার মুখে থাকে গণতন্ত্র,
মনে থাকে যতো কুমন্ত্র।

এটা দিবে ওটা দিবে,
বলে নেতা শান্তি দিবে।
নিজের খাবার বিলিয়ে দিবে,
জিতে গেলেই থাপ্পড় দিবে।।

ক্ষমতায় গিয়ে ক্যাডার পালে,
গরিবের রিলিফ গিলে ফেলে।
প্রতিবাদ করলে পাঠায় জেলে,
অনেক সময় মেরেও ফেলে।

সাতরাজার ধন মানিক যেমন,
একটা ভোটের মূল্য তেমন।
দেখে নিবো নেতা কেমন,
ভোট দিবো দেখে এমন।

অযথা ফেলবো না ভোট,
যতই দেখাক কাগুজে নোট।
হোক নেতা জোট মহাজোট,
বুঝে শুনে দিবো ভোট।

নেতার কথা কেন শুনবো?
দেখে শুনে ভোট দিবো।
আমার ভোট আমি দিবো,
যাকে খুশি তাকে দিবো।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “আমার ভোট আমি দিবো

  1. আমার ভোট আমি দিবো,
    যাকে খুশি তাকে দিবো। ___ দেশের সকল ভোটার যেন আরও সচেতন হয়। 

  2. ক্ষমতায় গেলে পরিচিত মানুষ বা প্রার্থিীও অপরিচিত হয়ে যায়। শুধু বাংলাদেশ নয়; ভারতেও তাই নিতাই দা। কবে এই পরিবেশের পরিবর্তন হবে ঈশ্বর জানেন। তবে আমার ভোট আমার পছন্দের মানুষকেই দিতে চাই। যার আদর্শে আমার চাওয়ার প্রতিফলন ঘটবে। 

  3. নিশ্চয়ই আমার ভোট আমি দেবো। তবে নেতাদের চরিত্রের বদল কামনা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  4. আমার ভোট আমি দিবো,
    যোগ্য হলে তাকেই দেবো!!!! 

     

    * ধন্যবাদ কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।