চলে যাবো শহর ছেড়ে গ্রাম গ্রামান্তরে
মন চায় চলে যেতে
শহর ছেড়ে গ্রামান্তরে,
শুনবো পাখির গান
বেড়াবো মাঠ-ঘাট প্রান্তরে।
সেখানে যেতে চাচ্ছে মন
যেতে তবু পারছি না,
ইট-পাটকেলের শহরে
শান্তি তো আর মিলছেনা।
মন চায় না থাকতে বন্দি
ঢালাই করা শহরে,
ময়লার গন্ধ সইতে হচ্ছে
সকাল সন্ধ্যা দুপুরে।
ময়লা আবর্জনায় ভরা শহর
দুর্গন্ধ বয় সবখানে,
তবুও থাকছে মানুষ
জীবিকার কাছে হার মেনে।
ময়লার গন্ধে আকাশ কাঁদে
বাতাস কাঁদে নিরালে,
মানুষ কাঁদে রুমাল চেপে
কাঁদে কুকুর বিড়ালে।
নদীর পানি যায় না ছোঁয়া
খাওয়া তো আর যায়না,
বিষাক্ত কেমিক্যালের পানিতে
জেলেরা মাছ পায়না।
নদীতে নেই স্বচ্ছ পানি
আছে বিষাক্ত কীটনাশক,
দুই পাড় হয়েছে বেদখল
নিশ্চুপ রাষ্ট্রের প্রশাসক।
শহরে যায় না যাওয়া
লেগে থাকে তীব্র যানজট,
ফুটপাত হয়েছে বেদখল
যেন আইনের মহাসংকট।
শহরে নেই গাছগাছালি
নেই পাখির গান,
আছে শুধু হৈ হুল্লোড়
তাই বাঁচেনা এই প্রাণ।
কী করে থাকি বন্ধু
এই ইটপাটকেলের শহরে,
মন চায় চলে যেতে
গ্রাম ছেড়ে গ্রামান্তরে।
এই ইটপাটকেলের শহরে,
মন চায় চলে যেতে
গ্রাম ছেড়ে গ্রামান্তরে।
___ আমারও এমন মনে হয় মি. নিতাই বাবু। কেন জানি আবশ্যিক মনে হয়।
শ্রদ্ধেয় কবি দাদা মোবাইলটার সমস্যার কারণে বর্তমানে কিছুই ভালো লাগছে না। আজ অনেকদিন যাবত মোবাইল নিয়ে টেনশনে আছি। তাই পোস্টের মন্তব্যের উত্তর দিতেও দেরি হয়ে যাচ্ছে। যা আমার ইচ্ছার বাইরে। আশা করি আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ইট পাথরের শহরে আমিও যেন হাঁপিয়ে উঠেছি। আপনার কবিতায় নিজের কথা খুঁজে পেলাম দাদা। আশা করবো এর মাঝেও ভাল থাকবেন।
আপনার মূল্যবান মন্তব্যের আমাকে লিখার অনুপ্রেরণা দেয় শ্রদ্ধেয় দিদি। আর বর্তমানে আমি মোবাইল সমস্যায় ভুগছি বলে আপনাদের সুন্দর মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
চলে যাবো শহর ছেড়ে গ্রাম গ্রামান্তরে, সেটাই ভালো নিতাই বাবু। কাজে থেকে সপ্তাহে ২দিন আমি আমার গ্রামে কাটাই। শহর কেন জানি আর নিজের মনে হয় না।
শ্রদ্ধেয় সোমিত্র দাদা নমস্কার গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। দাদা আজকে আমার একটা পোস্টে "ছোটবেলার পড়া এক-এ চন্দ্র দুই-এ পক্ষ" – এ আপনার করা সুন্দ্দ মন্তব্যটা অনিচ্ছাকৃত ডিলিট হয়ে গেছে। এটা হয়েছে মোবাইলের কারণে দাদা। আপনি আমাকে ভুল না বুুুঝে ক্ষমাদুন্দর দৃষ্টিতে দেখাবন বলে আমি আশা করি।
* আসলে গ্রামেই স্বর্গ সুখের নীড়…
মন চায় গ্রামে গিয়ে খেটেখুটে খাই। মেয়ের বাড়ি ফরিদপুর। সেখানে গেলে আর আদতে মন চায় না শ্রদ্ধেয় দিলওয়ার দাদা। কিন্তু বাদসাদে ঐ জীবিকা ।