বন্ধু তোমার কিসের অহংকার?
বন্ধু তোমার কিসের এতো অহংকার?
ধনসম্পদ, টাকাপয়সা, সোনার অলঙ্কার,
বিলাসবহুল বাড়ি, নাকি রূপের ঝঙ্কার?
একবার স্রষ্টার সৃষ্টির দিকে তাকাও বন্ধু,
দেখ যিনি এই বিশ্ববহ্মাণ্ড করেছে আবিস্কার!
তোমার আমার যা কিছু আছে সবই স্রষ্টার,
বন্ধু তোমার কিসের এতো অহংকার?
স্রষ্টার সূর্যের দিকে তাকাও বন্ধু,
দেখ সূর্যের কতো আলো, কতো তাপ!
তবুও সূর্য করে না তো অহংকার,
করেনা কাউকে বঞ্চিত, করে না তিরস্কার।
সূর্য দেয় সবার জন্য সমান আলো,
হোক সে বেদুঈন, ফরজগার, গুনাহগার।
বন্ধু তোমার কিসের এতো অহংকার?
তুমি বাতাসের দিকে তাকিয়ে দেখ,
চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়।
মুহূর্তেই করে ফেলতে পারে দুনিয়া অন্ধকার!
তবুও করে না, সে হুকুম মানে ঐ স্রষ্টার!
ঘূর্ণিঝড়, তুফান সব ঈশারা বিধাতার।
বাতাস বন্ধ হলে তোমার জীবন অন্ধকার,
বন্ধু তোমার কিসের এতো অহংকার?
আকাশে দিকে তাকিয়ে দেখ মহাশূন্য,
আকাশের নেই শেষ ঠিকানা, তবু চুপচাপ।
চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্র নিয়ে সে একাকার!
বলে সৌরজগৎ, তবুও করেনা অহংকার!
আকাশ বলে আমার কিছু নেই, সব সৃষ্টিকর্তার।
আকাশ থেকে পড়লে বজ্র হবে ছারখার!
বন্ধু তোমার কিসের এতো অহংকার?
তুমি চেয়ে দেখ কতো নদী-নালা মহাসাগর,
গাছে ফুটে ফুল চারদিক খাদ্যের বাহার!
মানুষের জন্য মহান স্রষ্টার সেরা উপহার।
যা কিছু আছে দুনিয়ায় সবই মহান স্রষ্টার,
কিছুই নেই ভবসংসারে তোমার আমার।
চোখ বুঝিলে হয়ে যাবে দুনিয়া অন্ধকার,
বন্ধু ক্ষণস্থায়ী দুনিয়াতে কিসের অহংকার?
'যা কিছু আছে দুনিয়ায় সবই মহান স্রষ্টার,
কিছুই নেই ভবসংসারে তোমার আমার।
চোখ বুঝিলে হয়ে যাবে দুনিয়া অন্ধকার,
বন্ধু ক্ষণস্থায়ী দুনিয়াতে কিসের অহংকার?' ___ সহমত মি. নিতাই বাবু।
সময়ের সাথে যুদ্ধ করে চলছি আমি! কখনো আক্রমণাত্মক, কখনো ধীরেসুস্থে । তাই মন্তব্যের উত্তর প্রত্যুত্তর দিতেও সময় পাচ্ছি না। ক্ষমা চাওয়ার যোগ্যতাও হারানোর পালা। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন শ্রদ্ধেয় গুরুতুল্য কবি দাদা।
প্রশ্ন থাকলেও সারল্য ভরা এমন লেখায় মুগ্ধতা প্রকাশ করছি নিতাই দা।
ভালো থাকবেন সবসময় শ্রদ্ধেয় রিয়া দিদি। আমি ব্যস্ততার মাঝেই দিন কাটাচ্ছি । তাই আপনার মূল্যবান মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল।
বাহ্যিক জীবনে অহংকারের আবরণ থাকলেও সত্য অহংকার কি আসলেই জীবনে কোন কাজে আসে?
এটুকু জানি, কোন কাজে আসে না।
অর্থের ভারে সবাই করে অহংকার। ক্ষমতার জোরে নিরীহ মানুষের উপর করে অবিচার, অত্যাচার।
সহে যেতে হচ্ছে শ্রদ্ধেয় দাদা।
নিতাই দা,
হ্যা ঠিক কিসের এতো অহংকার আমাদের ? কবিতায় ভালোলাগা ।
বুঝেশুঝেও বোকা। স্বার্থের ধান্ধায় পরকে দেয় ধোঁকা ।
ভালো থাকবেন সবসময় শ্রদ্ধেয় দাদা।