ডাকবাক্সের কান্না
ডাকবাক্সের কান্না কি
কেউ শুনতে পাও?
ডাকবাক্স কেঁদে বলে
চিঠি দাও আমায় চিঠি দাও!
না দাও চিঠি তবুও তোমরা
একটু আমার খবর নাও?
ডাকবাক্সের কান্না কি
কেউ শুনতে পাও?
তবুও তো নেয় না খবর
ফেলে না ডাকবাক্সে চিঠি,
ডিজিটাল যুগের মেইল মেসেজে
সব করেছে মাটি।
বিশ্বাস নাহয় দেখতে তোমরা
পথের ধারে যাও,
অযত্নে অবহেলায় ডাকবাক্স
সবাই দেখে নেও!
ডাকবাক্সের কান্না কি
কেউ শুনতে পাও?
আগের মতন রাতবিরেতে
পিয়ন যায় না হেঁটে,
পোস্ট অফিসের অফিসারগণ
ঘুমিয়ে দেয় সময় কেটে।
জরুরি কোনও সংবাদ দিতে
বলেনা কেউ পোস্ট অফিসে যাও,
সবার হাতে মোবাইল ফোন
সিম কার্ডও মেলে ফাও।
ডাকবাক্সের কান্না কি
কেউ শুনতে পাও?
______________________________________________
ছবি: হাজীগঞ্জ, কিল্লারপুল ড্রেজার সংস্থার প্রধান ফটক থেকে নিজের তোলা।
ডাকবাক্সের কান্না আজ যেন বিস্তৃতির অতলে চলে গিয়েছে।
কোথায় হারিয়ে গেলো দিন গুলো !! আহা !!
ভাল লিখেছেন কবি নিতাই দা। আপনার জন্য সর্ব সময়ের শুভকামনা দাদা।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল, শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন সবসময়।
দুঃখজনক হলেও ডাকবাক্সের কান্না এখন আর কেউ শুনতে পায় না। প্রযুক্তির কাছে ঐতিহ্য অসহায়। আমাদের ভালোবাসা ভালোলাগাও আজ মিশ্রণে পরিণত হয়েছে।
পথের ধারে কিংবা পোস্ট অফিসের সামনে ডাকবাক্স চোখে পড়লেই, আগেকার কথা মনে পড়ে যায়, শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। ছবির ডাকবাক্সটি অযত্নে অবহেলায় পড়ে থাকতে দেখেই, মনটা খারাপ হয়ে গেল। তাই কোনরকমভাবে লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।
ভালো করেছেন নিতাই দা। মন হালকা থাকা ভালো।
ডাকবাক্সের কান্না শুনতে না পেলেও অন্তরে আজও ব্যথা অনুভব করি।
আগেকার কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যায়। ডাকপিয়ন থেকে চিঠি হাতে পেয়ে আমার মা মাস্টারবাটি দৌড়ে চলে যেতেন, চিঠিতে কী লেখা আছে তা জানার জন্য, শোনার জন্য। মনে পড়ে এখনো।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য কৃজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।
সাবলীল ভাষায় চরম বাস্তবতা তুলে ধরেছেন,,,
মনটা ছুঁয়ে গেলো,,,
হ্যাঁ, শ্রদ্ধেয় দাদা। এভাবে ডাকবাক্সটি দেখে মনটা খারাপ হয়ে গেল, তাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।