মা আমার মা

মা আমার মা

মা হলেন স্বর্গে ফোটা ফুল
মহান সৃষ্টিকর্তার উপহার,
সেই মাকে দেই কতো কষ্ট
করি কতো তিরস্কার।

মা হলেন আমার জননী
পরের জন্য সৃষ্টি,
পরের সংসার সামাল দিতে
ঝরায় চোখে বৃষ্টি।

মা হলেন দয়াময়ী জননী
দয়ার ভাণ্ডার ভেতরে,
শত কষ্টেও থাকে খুশি
কষ্ট লুকায় অন্তরে।

মা হলেন আমার গর্ভধারিণী
পরের ঘরেই সুখদুঃখ,
পরের ঘরই নিজের ঘর
পরের সুখেই তাঁর সুখ।

মা হলেন স্বর্গের সুগন্ধি
সুগন্ধে ব্যাকুল প্রাণীকুল,
মা ছাড়া দুনিয়া মিছে
তবু করি কতো ভুল।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

9 thoughts on “মা আমার মা

  1. মা হলেন স্বর্গের সুগন্ধি
    সুগন্ধে ব্যাকুল প্রাণীকুল,
    মা ছাড়া দুনিয়া মিছে
    তবু করি কতো ভুল।

    সুন্দরম সত্য। মা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. মা আমার  স্বর্গ! এখনো আমি মায়ের জন্য কাঁদি । শ্মশানে যাই, প্রার্থনা করি। 

      শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় সৌমিত্র দাদা।

    1. মায়ের জন্য এখনো কাঁদি ! মাকে ডাকি।

      শ্রদ্ধা আর শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি দাদা।

  2. মা শব্দটির সম্পুরক বা বিকল্প আমি কখনই চিন্তা করতে পারি না। শুভেচ্ছা প্রিয় কবি নিতাই দা।

    1. শুভেচ্ছা জানাই আপনাকেও, শ্রদ্ধেয় রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন ।

    1. ঠিক আপনাকেও শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।