আমি নারী সবই পারি!
আমি অবলা নারী সবই পারি!
পরকে আপন করতে পারি,
স্বামীর সংসার সাজাতে পারি;
গর্ভে সন্তান ধরতে পারি!
আমি অবলা নারী সবই পারি!
ক্ষুধার জ্বালা সইতে পারি,
শত কষ্ট লুকাতে পারি;
স্বামীর জন্য মরতে পারি!
আমি অবলা নারী সবই পারি!
গাছতলায় বাস করতে পারি,
যেভাবে রাখে থাকতে পারি;
চাওয়া পাওয়া ভুলতে পারি!
আমি অবলা নারী সবই পারি!
সন্তানকে মানুষ করতে পারি,
সন্তানের সুখে হাসতে পারি;
সন্তানের দুখে কাঁদতে পারি!
আসলেই তাই মি. নিতাই বাবু। পুরুষের চাইতে একজন নারী অনেক কিছুই পারেন। অন্তত পুরুষের চাইতে বেশী। এবং সেটা প্রশ্নাতীত সততা সাফল্যের সাথে।
শ্রদ্ধা কৃতজ্ঞতা আর বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা ।
চমৎকার আপনার সহজিয়া প্রকাশ কবি নিতাই বাবু। মুগ্ধ হলাম।
শ্রদ্ধা কৃতজ্ঞতা, আর বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা ।
আমি নারী সবই পারি। দ্বিমত নেই কবি নিতাই দা।
শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় রিয়া দিদি।