আমরা কী না পারি? সবই পারি

আমরা কী না পারি? সবই পারি

আমরা পারি সবই পারি!
যা খুশি তাই করতে পারি,
ভালো খারাপ সবই পারি;
অপকর্মও করতে পারি!

আমরা পারি সবই পারি!
মিথ্যা কথাও বলতে পারি,
সত্যকে গোপন রাখতে পারি;
বাহাদুরিও দেখাতে পারি!

আমরা পারি সবই পারি!
টাকার কাছে হারতে পারি,
স্বার্থের টানে মরতে পারি;
ভালোবাসাও ভুলতে পারি!

আমরা পারি সবই পারি!
আপনকে পর করতে পারি,
পরকে আপন করতে পারি;
ঈমানদারও সাজতে পারি!

আমরা পারি সবই পারি!
ক্ষমতার লোভ করতে পারি,
বেঈমানি করা ভালো পারি;
কারচুপিও করতে পারি!

আমরা পারি সবই পারি!
টাকার জন্য সবই পারি,
একে অপরকে মারতে পারি;
অযথা ফাঁসাতে পারি!

আমরা পারি সবই পারি!
মা বাবাকে বকতে পারি,
রাস্তায় তাঁদের নামাতে পারি;
বৃদ্ধাশ্রমেও পাঠাতে পারি!

আমরা পারি সবই পারি!
খাদ্যে ভেজাল করতে পারি,
দুধে পানি মেশাতে পারি;
ফরমালিনও মেশাতে পারি!

আমরা পারি সবই পারি!
মিথ্যা হাজত খাটাতে পারি,
প্রশ্নপত্র ফাঁস করতে পারি;
ক্রসফায়ারও করতে পারি!

আমরা পারি সবই পারি!
ফতোয়া জারি করতে পারি,
ধর্মের ব্যবসা করতে পারি;
গরিবদেরও মারতে পারি!

আমরা পারি সবই পারি!
যৌতুকের বিরুদ্ধে বলতে পারি,
যৌতুক আদায় করতে পারি;
যৌতুক দিতেও পারি!

আমরা পারি সবই পারি!
হালাল হারাম খেতে পারি,
অযথা কসম খেতে পারি;
মানসম্মানও খেতে পারি!

আমরা পারি সবই পারি!
মিথ্যা আশ্বাস দিতে পারি,
ক্ষমতার দাপট দেখাতে পারি;
জবরদখলও করতে পারি!

আমরা পারি সবই পারি!
গণতন্ত্র জনতন্ত্র বলতে পারি,
গণতন্ত্র হত্যা করতে পারি;
জননেতাও সাজতে পারি!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

10 thoughts on “আমরা কী না পারি? সবই পারি

  1. শতকরা শতভাগ সত্য যে, আমরা কী না পারি? সবই পারি সবই পারি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য চিরকৃতজ্ঞ। সাথে শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা ।

  2. আমরা পারি সবই পারি!
    যা খুশি তাই করতে পারি,
    ভালো খারাপ সবই পারি;
    অপকর্মও করতে পারি!

    অপকর্মটি বেশী করতে পারি নিতাই বাবু। অবশ্যই মোটা দাগে।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ঠিক বলেছেন শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। শুভকামনা রইল। আশা করি ভালো থাকবেন ।

  3. শুধু পারি না

    না পারি না –

    মৃত্যু  কে জীবিত করতে

    না  -না পারি

    না পারি———

    অনেক শুভ কামনা  কবি দা রইল—-

    1. ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবি দাদা। অনেক অনেক ধন্যবাদ ।

  4. শব্দ বাক্যের পুনরাবৃত্তি করলাম না প্রিয় কবি নিতাই দা। আপনি সত্য বলেছেন। 

    1. ভালো থাকবেন শ্রদ্ধেয় রিয়া দিদি। শুভকামনা থাকলো ।

    1. সত্যি আমরা সবই পারি, করতেও পারি! আমরা যা খুশি তা-ই করতে পারি!

      শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।