পোস্ট অফিসের একাল সেকাল!

পোস্ট অফিসের একাল সেকাল!

হায়রে পোস্ট অফিস!
কোথায় হারিয়ে গেছিস?
মা বলতেন, যাচ্ছিস চাকরিতে‧–
আমার খোঁজখবর নিস,
মাঝেমাঝে চিঠি দিস!
অবসরে চিঠি লিখিস!

হায়রে পোস্ট অফিস
কোথায় হারিয়ে গেছিস?
মা এখন বলে না চিঠি দিস,
চিঠি লিখে খবর নিস!
বলে না টেলিগ্রাফ করিস!
এখন বলে অবসরে বিশ্রাম নিস!

হায়রে পোস্ট অফিস!
কোথায় হারিয়ে গেছিস?
মা বলতেন, চিঠির সাথে ছবি দিস,
যদি পারিস মনি অর্ডার করিস!
আমার দেওয়া চিঠি পড়িস!
জরুরি খবর দিতে টেলিগ্রাফ করিস!

হায়রে পোস্ট অফিস!
কোথায় হারিয়ে গেছিস?
মা এখন বলে ইমুতে কল করিস!
ছবি তুলে ফেসবুকে দিস!
বিস্তারিত জানাতে মেইল করিস!
টাকা পাঠাতে বিকাশ করিস!

হায়রে পোস্ট অফিস!
কোথায় হারিয়ে গেছিস?
এখন তুই শুধু ঘুমিয়ে থাকিস?
পোস্ট অফিসে বসে মশা মারিস?
মাস শেষে বেতনের কথা ভাবিস?
বেতন বাড়ানোর জন্যও কাঁদিস?

_______________________
ছবি: নিজের মোবাইল দিয়ে তোলা।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

10 thoughts on “পোস্ট অফিসের একাল সেকাল!

  1. কালের গর্ভে হারিয়ে গেছে যথেষ্ঠ। যাপিত জীবনের নৈমিত্তিকে এমন অনেক কিছুই হারায়। আমাদের মতো কিছু স্বাক্ষী আজও রয়েছে জন্য নস্টালজিয়া টুকু জীবিত থাকে।

    1. অনেকদিন আগে নিজের স্ত্রীর কিছু অর্থ পোস্ট অফিসে জমা করা হয়েছিল। গত দুইদিন আগে আমি নিজেই গিয়েছিলাম জমাকৃত টাকার খোঁজখবর নিতে। গিয়ে দেখি পোস্টমাস্টার আর একজন সহকারী তেমন কোনও কাজ না থাকায়, বসে বসে গল্প করছে। তখনই আমার আগেকার কথা মনে পড়ে গেল। একসময় নারায়ণগঞ্জ থেকে বাবার দেওয়া চিঠি ডাকপিয়ন বাড়িতে পৌঁঁছে দিতেন। মা সহ আমরা খুশিতে মেতে উঠতাম । সেসব ঘটনা আর খুশির কথা আমার প্রায়সময় মনে পড়ে। যখন মনে পড়ে, তখন আপন মনে ভাবতে থাকি। বর্তমান সময়ে যা আছে, তাও মনে হয় একদিন বিলুপ্তি হয়ে যাবে। সেদিন হয়ত বেশি দূরে নয়, তা অতি তাড়াতাড়িই দেখতে পারবো।

      আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞ। সাথে শ্রদ্ধা সহ ভালোবাসা রইল।

  2. সুন্দর কবিতা পাঠে মন বিষণ্ণতায় ভরে উঠলো। ডাকঘরের আত্ম কথায়
    বিরহের সুরে কবিতা। ছন্দে ও কাব্যিকতায় মুগ্ধ হলাম। অভিনন্দন।
    প্রিয়কবিকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
    সাথে থাকুন, পাশে রাখুন।
    জয়গুরু!

    1. অনেকদিন আগে নিজের স্ত্রীর কিছু অর্থ পোস্ট অফিসে জমা করা হয়েছিল। গত দুইদিন আগে আমি নিজেই গিয়েছিলাম জমাকৃত টাকার খোঁজখবর নিতে। গিয়ে দেখি পোস্টমাস্টার আর একজন সহকারী তেমন কোনও কাজ না থাকায়, বসে বসে গল্প করছে। তখনই আমার আগেকার কথা মনে পড়ে গেল। একসময় নারায়ণগঞ্জ থেকে বাবার দেওয়া চিঠি ডাকপিয়ন বাড়িতে পৌঁঁছে দিতেন। মা সহ আমরা খুশিতে মেতে উঠতাম । সেসব ঘটনা আর খুশির কথা আমার প্রায়সময় মনে পড়ে। যখন মনে পড়ে, তখন আপন মনে ভাবতে থাকি। বর্তমান সময়ে যা আছে, তাও মনে হয় একদিন বিলুপ্তি হয়ে যাবে। সেদিন হয়ত বেশি দূরে নয়, তা অতি তাড়াতাড়িই দেখতে পারবো।

      শ্রদ্ধেয় দাদা, আপনার মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞ। সাথে শ্রদ্ধা সহ ভালোবাসা রইল ।

  3. পোস্ট অফিসের একাল সেকাল দুটোই স্বচক্ষে দেখেছি নিতাই বাবু। যদিও এখন আমরা অতি আধুনিক, তারপরও ভুলিনি সেকালের কথা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আপনার মতন আমিও ভুলিনি। একসময় নারায়ণগঞ্জ থেকে বাবার দেওয়া চিঠি ডাকপিয়ন বাড়িতে পৌঁঁছে দিতেন। মা সহ আমরা খুশিতে মেতে উঠতাম । সেসব ঘটনা আর খুশির কথা আমার প্রায়সময় মনে পড়ে। যখন মনে পড়ে, তখন আপন মনে ভাবতে থাকি। বর্তমান সময়ে যা আছে, তাও মনে হয় একদিন বিলুপ্তি হয়ে যাবে। সেদিন হয়ত বেশি দূরে নয়, তা অতি তাড়াতাড়িই দেখতে পারবো।

      শ্রদ্ধেয় দাদা, আপনার মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞ। সাথে শ্রদ্ধা সহ ভালোবাসা রইল ।

  4. পোস্ট অফিসের বা পোস্ট বক্স দুঃখ শোক আনন্দ মনে পড়লে আজও মনে কষ্ট পাই। ভাল লিখেছেন নিতাই দা।

    1. শ্রদ্ধেয় রিয়া দিদি, একসময় নারায়ণগঞ্জ থেকে বাবার দেওয়া চিঠি ডাকপিয়ন বাড়িতে পৌঁঁছে দিতেন। মা সহ আমরা খুশিতে মেতে উঠতাম । সেসব ঘটনা আর খুশির কথা আমার প্রায়সময় মনে পড়ে। যখন মনে পড়ে, তখন আপন মনে ভাবতে থাকি। বর্তমান সময়ে যা আছে, তাও মনে হয় একদিন বিলুপ্তি হয়ে যাবে। সেদিন হয়ত বেশি দূরে নয়, তা অতি তাড়াতাড়িই দেখতে পারবো।

      শ্রদ্ধেয় দিদি, আপনার মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞ। সাথে শ্রদ্ধা সহ ভালোবাসা রইল ।

    1. শ্রদ্ধেয় দিদি, পোস্ট অফিস আর ডাকপিয়নের কথা যখন মনে পড়ে, তখন আপন মনে ভাবতে থাকি। বর্তমান সময়ে যা আছে, তাও মনে হয় একদিন বিলুপ্তি হয়ে যাবে। সেদিন হয়ত বেশি দূরে নয়, তা অতি তাড়াতাড়িই দেখতে পারবো।

      শ্রদ্ধেয় দিদি, আপনার মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞ। সাথে শ্রদ্ধা সহ ভালোবাসা রইল ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।