বাংলা ভাষা নয়তো সোজা!

বাংলা ভাষা নয়তো সোজা!

আমার ইচ্ছে করে লিখতে
তাই লিখে যাই,
বানানে হয় যে ভুল
শব্দ খুঁজি তাই!
শব্দ খুঁজি ব্যাকরণে
কারণে আর অকারণে,
সাজাতে পারি না বাক্য
বর্ণের করুণ ব্যবধানে!

কোথায় বসবে ‘র’ ‘ড়’ ‘ঢ়’
কোথায় বসাবো ‘স’ ‘শ’ ‘ষ’
কখন বেশি, কে বেশী
মাথা করে শোঁ শোঁ!
মন লিখতে লিখি মণ
যা চল্লিশ সেরে মণ,
বর্ণ আর বানানের মারপেঁচ
তাই ভাবি অনেকক্ষণ!

কখন লিখবো তাই, তা-ই
কীভাবে লিখি যাই, যা-ই
কোথায় দিবো ‘ই’ ‘ঈ’-কার
ঊ-কারের তো হিসেব নাই!

ঋণ লিখবো নাকি রিন
বোঝা নাকি বোজা
মায়ের ভাষা বাংলা ভাষা
নয়তো এতো সোজা!

__________________
শুদ্ধ বানান শেখার প্রয়োজনে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

12 thoughts on “বাংলা ভাষা নয়তো সোজা!

  1. শব্দ খুঁজি ব্যাকরণে
    কারণে আর অকারণে,
    সাজাতে পারি না বাক্য
    বর্ণের করুণ ব্যবধানে!

    শব্দের অন্বেষণে আমিও নবীন ছাত্র প্রিয় কবি নিতাই বাবু। :)

    1. লেখালেখির মাঝে আমি এখনো পথচারী শ্রদ্ধেয় কবি দাদা। আপনাদের লেখা পড়েই আমার শেখা । আমি আপনাদেরই ছাত্র। কৃতজ্ঞতা আর শুভকামনা সবসময় শ্রদ্ধেয় কবি দাদা।

  2. ঋণ লিখবো নাকি রিন
    বোঝা নাকি বোজা
    মায়ের ভাষা বাংলা ভাষা
    নয়তো এতো সোজা!

    বাহ্ দারুণ তো !! অভিনন্দন নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আমি আপনাদের লেখা পড়েই শিখছি । আমি আপ্নাদেরই ছাত্র দাদা।

  3. ঠিক তাই নিত্ই দা। বাংলা ভাষা সোজা নয়। সুন্দর উচ্চারণ। :)

    1. শ্রদ্ধেয় রিয়া দিদি, এই স্বনামধন্য শব্দনীড় ব্লগে আপনারা সবাই আমার শিক্ষাগুরু । আমি যা শেখার তা সকলের লেখা পড়েই শিখছি । শব্দনীড় ব্লগের সবার জন্য শুভকামনা। 

  4. অকারণের ব্যাকরণ আমার আজও জানা হয়নি। রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে।

    1. প্রয়োজনেও ব্যাকরণ দেখি! আবার অবসর সময়েও ব্যাকরণ পড়ি দেখি, অনলাইনে বাংলা অভিধানে শব্দ লিখে সন্ধান করি। দেখি, কোথায় বেশি, আর কে বেশী।

      এ হলো অকারণে আমার ব্যাকরণ দেখা, শ্রদ্ধেয় দাদা। তবে দেখা আর পড়ার মাঝে বিফলতা নেই, নিষ্ফল নেই! অর্জনই হয়ে থাকে।

    1. আমি দিদি, আপনাদের ছাত্র । আমি আপনাদের লেখা পড়ে অনেককিছুই শিখি । যা প্রতিনিয়তই শিখছি। তবে সময়ের অভাবে আর সাংসারিক ঝামেলার কারণে অনেকসময় অনেকের পোস্টে মন্তব্য করা হয় না। কিন্তু  ঠিবার পোস্টই  মনোযোগ সহকারে পড়ি।

  5. মন লিখতে লিখি মণ

    যা চল্লিশ সেরে মণ,

    বর্ণ আর বানানের মারপেঁচ 

     তাই ভাবি অনেকক্ষণ! 

    বাংলা ভাষার কবিতায় ভাষার ব‍্যবহারে বর্ণ বা    বানান প্রোয়োগের ক্ষেত্রে অনেক মারপেচ আছে। ঠিক তাই কবি। আর কবি এই কথাটি তার লেখায় চমৎকার উপস্থাপন করেছেন।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

     

     

    1. আমি আপনাদের লেখা পড়ে অনেককিছুই শিখি । যা প্রতিনিয়তই শিখছি। তবে সময়ের অভাবে আর সাংসারিক ঝামেলার কারণে অনেকসময় অনেকের পোস্টে মন্তব্য করা হয় না। কিন্তু  ঠিবার পোস্টই  মনোযোগ সহকারে পড়ি। 

      মন্তব্যের জন্য শুভকামনা রইল, শ্রদ্ধেয় কবি দিদি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।