বন্ধুর মতন বন্ধু হও!
সুসময়ের প্রিয় বন্ধু,
অসময়ে করে শত্রুতা!
স্বার্থ ফুরিয়ে গেলে,
ভুলে যায় বন্ধুত্বতা।
কতো ছিল আপনজন–
সামনে আগে পিছে।
সবাই হলো স্বার্থপর,
আসলে দুনিয়াটাই মিছে!
একসময় প্রাণের বন্ধু,
কতো আশ্বাস দেয়!
দুঃসময়ে সেই বন্ধু,
মুখ ফিরিয়ে নেয়!
বন্ধুর মতো বন্ধু
কয়জন আছে হায়!
সবাই বন্ধু বন্ধু–
মুখে বলে যায়!
বন্ধু শব্দের অর্থ
যদি হয় সখা,
তা-কি দিয়েছে কাউকে–
প্রিয়জন হয়ে দেখা?
সুহৃদ, প্রণয়ী, হিতৈষী;
বন্ধু হয় স্বজন,
বাঁধতে কি কেউ পেরেছে–
এমন বন্ধুত্বের বাঁধন?
বন্ধু মানে একমন,
যাকে বলে প্রিয়জন!
বন্ধু, হইও না বন্দুক,
হইও মনের মতন!
বন্ধুত্বের সংজ্ঞায় মুগ্ধ হলাম নিতাই দা। অনেক রকমের বন্ধু হয় যদিও বন্ধু কেহ নয়।
পাওয়া তো বড় দুষ্কর দাদা। সময়ে আছে বন্ধু অসময়ে নেই!
আর যাই হও বন্ধুর মতন বন্ধু হও। শুভেচ্ছা কবি দা।
শুভেচ্ছা আপনাকেও শ্রদ্ধেয় রিয়া দিদি। ভালো থাকবেন আশা করি।
বন্ধুত্ব শব্দটি কখনও সরল আবার কখনও মনে হয় স্পর্শহীন। শুভেচ্ছা।
বন্ধু আছে অনেক! তো শব্দার্থ মেলে না। মানে বিপরীত হয়ে যায় দাদা। ধন্যবাদ অজস্র।
প্রত্যাশাকে বাঁচিয়ে রাখতে হবে।
এভাবেই আছি শ্রদ্ধেয় কবি দিদি। মনের মতন বন্ধু আর খুঁজি না।
বন্ধুত্বের হাজারও শুভেচ্ছা নিবেন কবি দা