সময়

সময় একটু দাঁড়াও!
আমিও তোমার সাথে যাবো,
যেখানে জীবন জীবিকার সাথে করে যুদ্ধ–
মেহনতি মানুষের মুণ্ড চিবিয়ে খায় স্বৈরাচার,
সেখানে আর একমুহূর্ত নয়!
সময় একটু দাঁড়াও,
আমিও তোমার সাথে যাবো।

সময় একটু দাঁড়াও!
আমিও তোমার সাথে যাবো,
তবে চলেই যখন যাবো লেখনী অসি দিয়ে–
অর্থলোভী পাগলা ঘোড়াটা বধ করে
সাথে নিবো।
তারপর তোমার সাথে হবো নিরুদ্দেশ।
সময় একটু দাঁড়াও,
আমিও তোমার সাথে যাবো।

লেখক পরিচিতি:
মোহাম্মদ সফিউল জেহাদ চৌধুরী
গোগনাইল, আজিম মার্কেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

16 thoughts on “সময়

  1. মোহাম্মদ সফিউল জেহাদ চৌধুরী কে আমাদের শুভকামনা মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সম্মানিত কবি জেহাদ দাদা আমাদের এলাকার। লেখালেখি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। বর্তমান অনলাইনবিত্তিক কোনও দিনলিপিতে তাঁর পদচারণা নেই। তবু মনে আশা নিয়ে লিখেই যাচ্ছে। জেহাদ দাদার এই কবিতাটি যেকোনো দিনলিপিতে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে আসছিলেন। সময় আর সুযোগের অভাবে পোস্ট করতে পারছিলাম না। যা আজকে সম্মানিত কবি জেহাদ দাদার মনের আশা পূরণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত।

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

  2. যে কোন স্বৈরাচার মেহনতি মানুষের মুণ্ড চিবিয়েই খায়। মুক্তির লড়াই চালিয়ে যেতে হবে নিতাই দা। ব্যাত্যয় হলে স্বৈরাচারের জয় হয়। আপনাকে শুভেচ্ছা সহ জেহাদ চৌধুরীকে ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সম্মানিত কবি জেহাদ দাদা আমাদের এলাকার। লেখালেখি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। বর্তমান অনলাইনবিত্তিক কোনও দিনলিপিতে তাঁর পদচারণা নেই। তবু মনে আশা নিয়ে লিখেই যাচ্ছে। জেহাদ দাদার এই কবিতাটি যেকোনো দিনলিপিতে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে আসছিলেন। সময় আর সুযোগের অভাবে পোস্ট করতে পারছিলাম না। যা আজকে সম্মানিত কবি জেহাদ দাদার মনের আশা পূরণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত।

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন দাদা।

  3. সময় কারু জন্য অপেক্ষা করে না। তবে হ্যাঁ এক সাথে চলার চেষ্টা করা যায়। কবিতার শুভেচ্ছা আপনাদের দুজনার জন্য।

    1. সম্মানিত কবি জেহাদ দাদা আমাদের এলাকার। লেখালেখি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। বর্তমান অনলাইনবিত্তিক কোনও দিনলিপিতে তাঁর পদচারণা নেই। তবু মনে আশা নিয়ে লিখেই যাচ্ছে। জেহাদ দাদার এই কবিতাটি যেকোনো দিনলিপিতে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে আসছিলেন। সময় আর সুযোগের অভাবে পোস্ট করতে পারছিলাম না। যা আজকে সম্মানিত কবি জেহাদ দাদার মনের আশা পূরণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত।

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

  4. সরল গরণে লেখাটি বেশ ভাল হয়েছে প্রিয় কবি দা। অভিনন্দন জানাবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সম্মানিত কবি জেহাদ দাদা আমাদের এলাকার। লেখালেখি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। বর্তমান অনলাইনবিত্তিক কোনও দিনলিপিতে তাঁর পদচারণা নেই। তবু মনে আশা নিয়ে লিখেই যাচ্ছে। জেহাদ দাদার এই কবিতাটি যেকোনো দিনলিপিতে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে আসছিলেন। সময় আর সুযোগের অভাবে পোস্ট করতে পারছিলাম না। যা আজকে সম্মানিত কবি জেহাদ দাদার মনের আশা পূরণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত।

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন। 

  5. সময় তো যাবেই। সময়ের সাথে চলার আকাঙ্খা আমার বহুকালের। সঙ্গ পাই কিন্তু দৌড়াতে পারি না। :)

    1. সম্মানিত কবি জেহাদ দাদা আমাদের এলাকার। লেখালেখি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। বর্তমান অনলাইনবিত্তিক কোনও দিনলিপিতে তাঁর পদচারণা নেই। তবু মনে আশা নিয়ে লিখেই যাচ্ছে। জেহাদ দাদার এই কবিতাটি যেকোনো দিনলিপিতে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে আসছিলেন। সময় আর সুযোগের অভাবে পোস্ট করতে পারছিলাম না। যা আজকে সম্মানিত কবি জেহাদ দাদার মনের আশা পূরণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত।

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

  6. সময় আমাকে বারবার হারিয়ে দেয় কবি। হেরে যেতে যেতে হেরে যাই। :(

    1. সম্মানিত কবি জেহাদ দাদা আমাদের এলাকার। লেখালেখি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। বর্তমান অনলাইনবিত্তিক কোনও দিনলিপিতে তাঁর পদচারণা নেই। তবু মনে আশা নিয়ে লিখেই যাচ্ছে। জেহাদ দাদার এই কবিতাটি যেকোনো দিনলিপিতে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে আসছিলেন। সময় আর সুযোগের অভাবে পোস্ট করতে পারছিলাম না। যা আজকে সম্মানিত কবি জেহাদ দাদার মনের আশা পূরণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত।

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় শাকিলা তুবা দিদি।

  7. কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ কবি নিতাই বাবু। 

    1. সম্মানিত কবি জেহাদ দাদা আমাদের এলাকার। লেখালেখি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ। বর্তমান অনলাইনবিত্তিক কোনও দিনলিপিতে তাঁর পদচারণা নেই। তবু মনে আশা নিয়ে লিখেই যাচ্ছে। জেহাদ দাদার এই কবিতাটি যেকোনো দিনলিপিতে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলে আসছিলেন। সময় আর সুযোগের অভাবে পোস্ট করতে পারছিলাম না। যা আজকে সম্মানিত কবি জেহাদ দাদার মনের আশা পূরণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত।

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সাজিয়া দিদি। আশা করি ভালো থাকবেন। 

  8. নিতাই দা,

    জহুরির চোখ আপনার —-অনেক বেঁছে  মনে হয় পছন্দ করেছেন কবিতা । চমৎকার !

    1. সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।