পুরি মথুরা আর বৃন্দাবনে আপন পিতা আর গর্ভধারিণীগয়াতে কী কাশিতে কী
মন্দিরে কী তীর্থে কী?
আপন ঘরে দেবতা বসা
একবার খুঁজে দেখছি কি?
যাবি মন তুই যতক্ষণে,
এর চাইতেও কম সময়ে
পূণ্য হবে তোর সাধনে।
তাঁদের কাছে চির ঋণী!
স্বর্গের খোঁজে মিছে ঘুরি
তাঁদের চরণতলে স্বর্গ জানি।
14 thoughts on “স্বর্গসুখ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তাইতো আমি খুঁজি নাকো ঘরের বাহিরে। ভালোবাসা কবি নিতাই বাবু। সুপ্রভাত।
শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা, আপনাকে এবং রিয়া দিদিকে ব্লগে বেশি দেখা যাচ্ছে না কেন? ব্লগে কি কোনধরনের সমস্যা হচ্ছে? জানালে উপকৃত হবো।
আপনার মতো অনেকে না থাকলে ভালো লাগে না। যেমন প্রিয়ভাই মুরুব্বী। আজকে তাঁকে দেখতে পাচ্ছি। ভালো লাগছে। উৎসাহ পাচ্ছি। এছাড়া আর তেমন কোন সমস্যা দেখছি না। সবাই ফিরবে।
শ্রদ্ধেয় মুরুব্বির অনুপস্থিতিতে দুইদিন শব্দনীড়ে সাড়াশব্দ ছিল না। এখন শব্দনীড় ব্লগ প্রাণবন্ত হয়ে উঠেছে দাদা। ভালো লাগছে। শব্দনীড়ের সকলের জন্য শুভকামনা।
সাধন বিষয়টিই এখানে মূখ্য মি. নিতাই বাবু। আপনি যথার্থ বলেছেন। একমত।
সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা। আপনার জন্য সদা শুভকামনা।
স্বর্গসুখ বা সুখস্বর্গ যেটাই বলি দুটোই নিজের কাছে কবি দা।
সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা।
ঈশ্বর আমাদের সবাইকে কল্যাণে রাখুন। নমস্কার দাদা।
হ্যাঁ শ্রদ্ধেয় কবি রিয়া দিদি, আমারও একই কামনা। শুভকামনা আপনার জন্য।
মহাসত্য নিতাই দা। কয়েকদিন আপনাকে বেশ পরিশ্রম করতে দেখেছি।
শব্দনীড়ের সবাইকে ভালোবেসে ফেলেছি বলে। আসলে শ্রদ্ধেয় মুরুব্বির অনুপস্থিতির কারণে। তবে সমস্যাটা এখন হয়তো আর নেই দিদি। জয় হোক শব্দনীড়ে থাকা সকলের।
পিতৃ-পূজা মাতৃ-পূজা করহ সন্তান।
পিতা স্বর্গ মাতা স্বর্গ দেবতা সমান।।
****
সুন্দর প্রকাশ। কাব্য অনুপম। বিষয়বস্তু শিক্ষা ও ধর্মমূলক।
প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
পাশে আছি, সাথেও আছি শ্রদ্ধেয় কবি দাদা। শুভকামনা রইল।