স্বর্গসুখ

গয়াতে কী কাশিতে কী
মন্দিরে কী তীর্থে কী?
আপন ঘরে দেবতা বসা
একবার খুঁজে দেখছি কি?

পুরি মথুরা আর বৃন্দাবনে
যাবি মন তুই যতক্ষণে,
এর চাইতেও কম সময়ে
পূণ্য হবে তোর সাধনে।

আপন পিতা আর গর্ভধারিণী
তাঁদের কাছে চির ঋণী!
স্বর্গের খোঁজে মিছে ঘুরি
তাঁদের চরণতলে স্বর্গ জানি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

14 thoughts on “স্বর্গসুখ

  1. তাইতো আমি খুঁজি নাকো ঘরের বাহিরে। ভালোবাসা কবি নিতাই বাবু। সুপ্রভাত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা, আপনাকে এবং রিয়া দিদিকে ব্লগে বেশি দেখা যাচ্ছে না কেন? ব্লগে কি কোনধরনের সমস্যা হচ্ছে?  জানালে উপকৃত হবো।  

    2. আপনার মতো অনেকে না থাকলে ভালো লাগে না। যেমন প্রিয়ভাই মুরুব্বী। আজকে তাঁকে দেখতে পাচ্ছি। ভালো লাগছে। উৎসাহ পাচ্ছি। এছাড়া আর তেমন কোন সমস্যা দেখছি না। সবাই ফিরবে। :)

      1. শ্রদ্ধেয় মুরুব্বির অনুপস্থিতিতে দুইদিন শব্দনীড়ে সাড়াশব্দ ছিল না। এখন শব্দনীড় ব্লগ প্রাণবন্ত হয়ে উঠেছে দাদা। ভালো লাগছে। শব্দনীড়ের সকলের জন্য শুভকামনা।  

  2. সাধন বিষয়টিই এখানে মূখ্য মি. নিতাই বাবু। আপনি যথার্থ বলেছেন। একমত। :)

    1. সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা।  আপনার জন্য সদা শুভকামনা।  

    1. সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা।         

    1. হ্যাঁ শ্রদ্ধেয় কবি রিয়া দিদি, আমারও একই কামনা। শুভকামনা আপনার জন্য।    

  3. মহাসত্য নিতাই দা। কয়েকদিন আপনাকে বেশ পরিশ্রম করতে দেখেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. শব্দনীড়ের সবাইকে ভালোবেসে ফেলেছি বলে। আসলে শ্রদ্ধেয় মুরুব্বির অনুপস্থিতির কারণে। তবে সমস্যাটা এখন হয়তো আর নেই দিদি। জয় হোক শব্দনীড়ে থাকা সকলের।       

  4. পিতৃ-পূজা মাতৃ-পূজা করহ সন্তান।
    পিতা স্বর্গ মাতা স্বর্গ দেবতা সমান।।

    ****

    সুন্দর প্রকাশ। কাব্য অনুপম। বিষয়বস্তু শিক্ষা ও ধর্মমূলক।
    প্রিয়কবিকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই।

    সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।