সূর্যের দিকে চেয়ে দেখি
সূর্য দিচ্ছে আলো,
আলো দিচ্ছে সে সমানভাবে
করছে না মুখ কালো।
সূর্য দিচ্ছে আলো,
আলো দিচ্ছে সে সমানভাবে
করছে না মুখ কালো।
আমরা মানুষ হয়ে বেহুঁশ
করছি কতো অহংকার,
ও-কে দিবো না তাকে দিবো
করছি কতো তিরস্কার।
কে পাপী কে নেকী
কে পাবে কম কে বেশি,
সেই হিসাব করেন না সূর্য
শুধু আলো দিয়েই সে খুশি!
চাঁদের দিকে তাকিয়ে দেখি
ছড়িয়ে দেয় জোৎস্না,
চাঁদের জায়গায় হলে মানুষ
এভাবে আর হতনা।
সবার জন্য চাঁদ সুরুজ
নাইত তাদের মান,
আমরা মানুষ হিংসায় মরি
ভাবি শুধু মানসম্মান।
আমরা মানুষ জীবের সেরা
হিংসায় অন্তর কালা,
জাত বেজাতের হিসাব-নিকাশ
করছি সারা বেলা।
আমরা মানুষ জীবের সেরা
হিংসায় অন্তর কালা,
জাত বেজাতের হিসাব-নিকাশ
করছি সারা বেলা। ___ সর্বৈব সত্য মি. নিতাই বাবু।
আমাদের সেই হুশ নেই, দাদা। আমরা মানুষ হয়েও অর্থ লোভে বেহুশ হয়ে আছি।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা থাকলো।
সত্যি কথায় সত্যি কবিতা লিখেছেন।
শুভেচ্ছা জানবেন
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো।
প্রকৃতি তার নিজ ভারসাম্য নাকি নিজেই ধরে রাখেন। আমাদের দৈন্য কৃচ্ছ্রতায় তার কি আসে যায়। শুভেচ্ছা রইলো কবি নিতাই দা।
ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবি দিদি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমরা মানুষ জীবের সেরা, তর্কে কোন লাভ নেই। শুভমিতি কবি নিতাই বাবু।
বেহুশ হয়ে আছি, দাদা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন।
লেখক সত্ত্বাকে আপনি অনেক গুরুত্ব দেন। লেখার শক্তি ও আগ্রহও প্রচুর। আমি ঠিক উলটা
চালিয়ে যান।
উল্টো সিদে বুঝি না শ্রদ্ধেয় কবি। এতটুকুই বুঝি, আমরা বেহুশ হয়ে আছি।
সরল কাব্যে মন ভালো হয়ে যায় আমারও। জীবনে জটিলতা থাকবেই। তারপরও
তারপরও চেষ্টা করি সত্যের পথে থাকার। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
সুন্দর প্রকাশ
ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন।
শুভেচ্ছা প্রিয় কবি নিতাই দা।
আপনাকেও শুভেচ্ছা। সাথে আগাম শারদীয়া শুভেচ্ছাও।
লেখাটি পড়লাম কবি নিতাই বাবু।
পড়েছেন শুনে ভালো লাগলো, শ্রদ্ধেয় কবি দিদি। শুভেচ্ছা জানবেন।