চাঁদ সুরুজ

সূর্যের দিকে চেয়ে দেখি
সূর্য দিচ্ছে আলো,
আলো দিচ্ছে সে সমানভাবে
করছে না মুখ কালো।

আমরা মানুষ হয়ে বেহুঁশ
করছি কতো অহংকার,
ও-কে দিবো না তাকে দিবো
করছি কতো তিরস্কার।

কে পাপী কে নেকী
কে পাবে কম কে বেশি,
সেই হিসাব করেন না সূর্য
শুধু আলো দিয়েই সে খুশি!

চাঁদের দিকে তাকিয়ে দেখি
ছড়িয়ে দেয় জোৎস্না,
চাঁদের জায়গায় হলে মানুষ
এভাবে আর হতনা।

সবার জন্য চাঁদ সুরুজ
নাইত তাদের মান,
আমরা মানুষ হিংসায় মরি
ভাবি শুধু মানসম্মান।

আমরা মানুষ জীবের সেরা
হিংসায় অন্তর কালা,
জাত বেজাতের হিসাব-নিকাশ
করছি সারা বেলা।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

18 thoughts on “চাঁদ সুরুজ

  1. আমরা মানুষ জীবের সেরা
    হিংসায় অন্তর কালা,
    জাত বেজাতের হিসাব-নিকাশ
    করছি সারা বেলা। ___ সর্বৈব সত্য মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমাদের সেই হুশ নেই, দাদা। আমরা মানুষ হয়েও অর্থ লোভে বেহুশ হয়ে আছি। 

      সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা থাকলো।       

    1. সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো।         

  2. প্রকৃতি তার নিজ ভারসাম্য নাকি নিজেই ধরে রাখেন। আমাদের দৈন্য কৃচ্ছ্রতায় তার কি আসে যায়। শুভেচ্ছা রইলো কবি নিতাই দা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ঠিক বলেছেন শ্রদ্ধেয় কবি দিদি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।       

  3. আমরা মানুষ জীবের সেরা, তর্কে কোন লাভ নেই। শুভমিতি কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. বেহুশ হয়ে আছি, দাদা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন।       

  4. লেখক সত্ত্বাকে আপনি অনেক গুরুত্ব দেন। লেখার শক্তি ও আগ্রহও প্রচুর। আমি ঠিক উলটা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    চালিয়ে যান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. উল্টো সিদে বুঝি না শ্রদ্ধেয় কবি। এতটুকুই বুঝি, আমরা বেহুশ হয়ে আছি।    

  5. সরল কাব্যে মন ভালো হয়ে যায় আমারও। জীবনে জটিলতা থাকবেই। তারপরও https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. তারপরও চেষ্টা করি সত্যের পথে থাকার। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।         

    1. পড়েছেন শুনে ভালো লাগলো, শ্রদ্ধেয় কবি দিদি। শুভেচ্ছা জানবেন।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।