তুমি সাজো মেয়ে, তুমি সাজো ঘরনি,
তুমি সাজো মা, তুমি সাজো রমণী।
তুমি সাজো খালা, তুমি সাজো পিসি,
তুমি সাজো ফুফু, তুমি সাজো মাসী।
তুমি সাজো দিদি, তুমি সাজো দাদী,
তুমি সাজো ভাবী, তুমি সাজো বৌদি।
তুমি সাজো দিদা, তুমি সাজো নানী,
তুমি সাজো বউ, তুমি সাজো রাণী।
তুমি সাকো প্রেমিকা, তুমি সাজো পুত্রবধূ,
তুমি সাজো গৃহিণী, তুমি সাজো নববধূ।
তুমি সাজো বালিকা, তুমি সাজো কিশোরী,
তুমি সাজো ডাইনী, তুমি সাজো শ্বাশুড়ি।
তুমি সাজো শালীকা, তুমি সাজো সতীন,
তুমি সাজো কৃষাণী, তুমি সাজো নাতিন।
তুমি সাজো গর্ভধারিণী, তুমি সাজো অর্ধাঙ্গিনী,
তুমি সাজো সহধর্মিণী, তুমি সাজো জননী।
20 thoughts on “মেয়ে তুমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন দেখি।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
তুমি সাজো দিদি, তুমি সাজো দাদী,
তুমি সাজো ভাবী, তুমি সাজো বৌদি।
ওয়েলকাম ব্যাক মি. নিতাই বাবু। শুভ সকাল।
আমি সত্যিই ব্যস্ত দাদা। আশা করি কয়েকদিনের মধ্যেই সেরে উঠবো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তোমাতেই যেন সব। ভালো লিখেছেন কবি নিতাই বাবু। ব্যস্ততা গেলে নিয়মিত চাই।
আমি সত্যিই ব্যস্ত দাদা। আশা করি কয়েকদিনের মধ্যেই সেরে উঠবো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
কবিতার সহজ প্রাঞ্জল শব্দের অর্থবহ ব্যবহারে মুগ্ধ হলাম কবি নিতাই দা।
সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দিদি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।
অসাধারণ কবি নিতাই দা। কেমন ছিলেন?
সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দিদি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।
বাহ্। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম কবি নিতাই বাবু।
সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।
* নারী পরিচিতি, সুন্দর প্রকাশ….
সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।
তুমি সাজো গর্ভধারিণী, তুমি সাজো অর্ধাঙ্গিনী,
তুমি সাজো সহধর্মিণী, তুমি সাজো জননী।
সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।
মেয়ে তুমি সর্বংসহা।
সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দিদি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।
সুন্দর লিখেছেন।
সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।