মেয়ে তুমি

তুমি সাজো মেয়ে, তুমি সাজো ঘরনি,
তুমি সাজো মা, তুমি সাজো রমণী।
তুমি সাজো খালা, তুমি সাজো পিসি,
তুমি সাজো ফুফু, তুমি সাজো মাসী।
তুমি সাজো দিদি, তুমি সাজো দাদী,
তুমি সাজো ভাবী, তুমি সাজো বৌদি।
তুমি সাজো দিদা, তুমি সাজো নানী,
তুমি সাজো বউ, তুমি সাজো রাণী।
তুমি সাকো প্রেমিকা, তুমি সাজো পুত্রবধূ,
তুমি সাজো গৃহিণী, তুমি সাজো নববধূ।
তুমি সাজো বালিকা, তুমি সাজো কিশোরী,
তুমি সাজো ডাইনী, তুমি সাজো শ্বাশুড়ি।
তুমি সাজো শালীকা, তুমি সাজো সতীন,
তুমি সাজো কৃষাণী, তুমি সাজো নাতিন।
তুমি সাজো গর্ভধারিণী, তুমি সাজো অর্ধাঙ্গিনী,
তুমি সাজো সহধর্মিণী, তুমি সাজো জননী।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

20 thoughts on “মেয়ে তুমি

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।          

  1. তুমি সাজো দিদি, তুমি সাজো দাদী,
    তুমি সাজো ভাবী, তুমি সাজো বৌদি।

    ওয়েলকাম ব্যাক মি. নিতাই বাবু। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমি সত্যিই ব্যস্ত দাদা। আশা করি কয়েকদিনের মধ্যেই সেরে উঠবো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।        

  2. তোমাতেই যেন সব। ভালো লিখেছেন কবি নিতাই বাবু। ব্যস্ততা গেলে নিয়মিত চাই। :)

    1. আমি সত্যিই ব্যস্ত দাদা। আশা করি কয়েকদিনের মধ্যেই সেরে উঠবো। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।        

  3. কবিতার সহজ প্রাঞ্জল শব্দের অর্থবহ ব্যবহারে মুগ্ধ হলাম কবি নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দিদি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।               

    1. সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দিদি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।               

  4. বাহ্। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।               

    1. সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।               

  5. তুমি সাজো গর্ভধারিণী, তুমি সাজো অর্ধাঙ্গিনী,
    তুমি সাজো সহধর্মিণী, তুমি সাজো জননী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।               

    1. সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দিদি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।               

  6. সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল, দাদা। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছাও জানবেন।               

মন্তব্য প্রধান বন্ধ আছে।