মুক্তিযুদ্ধের চেতনা

আমি মুক্তিযুদ্ধ দেখেছি, স্বাধীনতাও দেখেছি
জন্ম আমার ১৯৬৩ইং জুনমাসে,
১৯৭১ সালের ২৫শে মার্চ সারাদেশে শুরু হয় মুক্তিযুদ্ধ
তা শেষ হয়েছিল নয়মাসে।

আমি তখন খুবই ছোট, ৮ বছরের অবুঝ শিশু
তবুও স্পষ্ট মনে আছে,
পাক-হানাদার বাহিনীর গনহত্যা, জ্বালাও পোড়াও ধর্ষণ
তা ইতিহাসেও লেখা রয়েছে।

তার প্রমাণ আমিও একজন, মুক্তিযুদ্ধ চলছিল যখন
গিয়েছিলাম বাবার সাথে বাজারে,
বেচাকেনা চলছিল তখন, আসলো একদল পাকবাহিনী
এলোপাতাড়ি গুলি ছুড়ছিল বারেবারে।

বাজারে লাগিয়ে দিল আগুন, শুরু হলো রাইফেলের বাড়ি
চলছিল অশ্লীল উর্দু ভাষা,
লাগলো জনতার দৌড়াদৌড়ি, করছিল পালানোর চেষ্টা
ছেড়ে দিয়ে জীবনের আশা।

আমি বাবাকে ধরে কাঁদছিলাম, বাবা দিলেন শান্তনা
তাতেও রক্ষা হলো না,
বাবাকে সহ ধরে ফেললো কয়েকজন, কলেমা বাতাও
বাবা কলেমা পারলো না!

যাঁরা পারলো তাঁদের কিছুই বললো না, ছেড়ে দিলো।
বাবাকে তাঁরা বেঁধে ফেললো,
ওঁরা বাবাকে বেধড়ক মারল, গুলি করার প্রস্তুতি নিলো
বাজারের একপাশে নিয়ে গেল।

আমি তাঁদের পায়ে ধরে বললাম, ছেড়ে দিন বাবাকে
নিদয়া পাকবাহিনীর দয়া হলো,
আমার কান্নায় বাবাকে গুলি করেনি, জোরে লাত্থি মারলো
তারপর বাবাকে ছেড়ে দিলো।

বাবা আর হাঁটতে পারছিল না, তবুও থামছিলাম না,
মা কাঁদছিল আমাদের দেরিতে,
আমাদের দেরি দেখে কেঁদেছিল বড়দি, শান্ত হলো সবাই
আমরা যখন আসলাম বাড়িতে।

মনে পড়ে মনে পড়ে খুব, মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা
তা কীভাবে করি বর্ণনা?
প্রাণ বাঁচাতে কত মানুষ ছেড়েছিল বাড়ি, হয়েছে শরনার্থী
ভারত গিয়ে দিয়েছিল ধর্না।

১৯৭১ সালের ডিসেম্বর শুরুতে, পাকবাহিনী নিশ্চিত হলো
তাঁদের হবে না টিকে থাকা,
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, চারদিকে বিজয়ের জয়ধ্বনী
উড়ল মুক্তিযুদ্ধের বিজয়ের পতাকা।

মুক্তির জন্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ
ত্রিশ লক্ষ শহীদের জীবনদান,
দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
সবই ছিল তাঁদেরই অবদান।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

20 thoughts on “মুক্তিযুদ্ধের চেতনা

    1. সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।                

  1. মুক্তির জন্য মুক্তিযুদ্ধ, স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ
    ত্রিশ লক্ষ শহীদের জীবনদান,
    দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
    সবই ছিল তাঁদেরই অবদান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।              

    1. সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।             

    1. সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।   

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দিদি।          

    1. সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দিদি।             

  2. পাক-হানাদার বাহিনীর গনহত্যা, জ্বালাও পোড়াও ধর্ষণ
    তা ইতিহাসেও লেখা রয়েছে। 

    1. সাংসারিক ঝামেলার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

      আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।   

  3. ত্রিশ লক্ষ শহীদের জীবনদান,
    দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সবই ছিল তাঁদেরই অবদান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. দুঃখ শুধু একটাই, তা হলো, যাদের রক্তের বিনিময়ে এই মহান স্বাধীনতা অর্জিত হলো, আমি আজও তাদের সম্মান করতে শিখিনি।            

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দিদি।          

    1. সত্যি তা-ই শ্রদ্ধেয় কবি দাদা। সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।