রোগটির নাম নভেল কোরোনা
রোগটাকে কেউ অবহেলা কোরোনা
এই রোগ কাউকে বাঁচতে দেয়না
কোরোনা থেকে কেউ মুক্তি পায়ওনা
এই রোগ শুরু হয় জ্বর দিয়ে
সাথে থাকে সর্দি-কাশি,
থাকে মাথাব্যথা শরীর ব্যথা
শুকনো কাশি শ্বাসকষ্ট হাঁচি।
এটি ছিল গণচীনের উহানে
এখন ছড়াচ্ছে সারা জাহানে
ঘুরে বেড়াচ্ছে অস্ট্রেলিয়া জাপানে
পৃথিবী কাঁপছে এটির কাঁপানে।
বাঁচতে হলে যা করতে হবে
একশোবার হাত ধুতে হবে
লোকালয়ের আড়ালে থাকতে হবে
মুখে মাস্ক লাগাতে হবে
হাতে হাতমোজা পরতে হবে।
চোখে চশমা পারতে হবে
পরিবেশ পরিস্কার রাখতে হবে
জ্বরে ডাক্তার দেখাতে হবে
হাঁচি-কাশির দূরে থাকতে হবে।
জেনে রাখুন!
নভেল করোনাভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও মানুষের জানা নেই, যা এ রোগ ঠেকাতে পারে।
ভাইরাসটির হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল, যারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন বা এ ভাইরাস বহন করছেন- তাদের সংস্পর্শ এড়িয়ে চলা। হংকং বিশ্ববিদ্যালয়ের ড. গ্যাব্রিয়েল লিউং বলছেন, বার বার হাত ধুলে, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করলে এবং ঘরের বাইরে গেলে মুখোশ পরলে ভাইরাসের সংক্রমণ এড়ানো সহজ হতে পারে।
পাশাপাশি কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখা, মাংস ও ডিম ভালোভাবে ধুয়ে এমনভাবে রান্না করে (যাতে কোনোভাবে কাঁচা না থাকে) খাওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর যাদের মধ্যে ইতোমধ্যে সংক্রমণ ঘটেছে, তাদেরও মুখোশ ব্যবহার করা উচিৎ, যাতে অন্যদের মধ্যে ভাইরাস না ছড়াতে পারে।
ঈশ্বর আমাদের সবাইকে এই সব বালা-মুসিবত থেকে রক্ষা করুন। তবে করোনা ভাইরাসের কোনো টিকা বা ভ্যাকসিন আবিস্কৃত হয়েছে বা হচ্ছে এমন তথ্য অনলাইনে অহরহ দেখতে পাচ্ছি। কথাটি সত্য হোক।
প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।