ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল
সবাই সবাইকে ভালোবাসুক সকাল-বিকাল
ভালোবাসা জাগুক সকলের অন্তরে
ভালোবাসা ছড়িয়ে পরুক মাঠ-ঘাট প্রান্তরে।
ভালোবাসা নয় শুধু একদিন
ভালোবাসা বেঁচে থাকুক বছরের প্রতিদিন
ভালবাসা শুধু মানুষ মানুষেই নয়
ভালবাসা যেন সকল প্রাণীর জন্য হয়!
জগতের সকল প্রাণী সুখী হোক!
জগতের সকল প্রাণী সুখী হোক! ওঁম শান্তি। অভিনন্দন মি. নিতাই দা।
শুভ ফাল্গুনীর রাঙা ভালোবাসা থাকলো, শ্রদ্ধেয় দাদা।
বসন্তের শুভেচ্ছা রইলো দাদা।