দুঃখ আমার

আমি মাটির কাছে চেয়েছিলাম, এক চিমটি ভিটেমাটি,
মাটি আমাকে দিলো তাড়া, হাতে নিয়ে এক লাঠি!
পাইনি মাটি, তবুও দেহে মাখি এই জন্মভূমির মাটি,
এখন আমি বাস্তহারা, তাই দিন-রাত করি খাটা-খাটি!

সূর্যের কাছে চেয়েছিলাম, একটুখানি তেজস্ক্রিয় আলো,
আমার চাওয়াতে সূর্যটা হলো রাগ, মুখটা করলো কালো!
তাই হয়ে গেলাম জনমদুখী, ভাগ্যটা আর হয়নি ভালো!
হয়ে রইলাম অধম, ভাবছি এটা কি একটা জীবন হলো?

ফুলের কাছে ফুল চেয়েছিলাম, পেলাম কাঁটার আঘাত,
সেই আঘাতে ক্ষত-বিক্ষত হলো মন, করিনি প্রতিঘাত!
কাউকে পারিনি দিতে ফুল, সবাই করলো কুপোকাত,
সমাজে আমি হলাম নিষিদ্ধ, হলাম এই সমাজে বেজাত!

মানুষের কাছে নিরাপত্তা চেয়েছিলাম, তা-ও পাইনি,
মানুষ ফেলে দেয় চরম বিপদে, তবুও প্রতিবাদ করিনি!
সমাজের কাছে চেয়েছিলাম অসাম্প্রদায়িকতার বাণী,
সমাজ দেয় নিজ ধর্মের শ্লোগান, করে শুধু হানা-হানী!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “দুঃখ আমার

  1. আনন্দ হাসি ব্যথা বেদনায় সুখ দুখ সাথী করেই চলতে হবে কবি মি. নিতাই বাবু। kiss

  2. সম্মানিত মন্তব্যকারীদের মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।