ফেসবুক জিন্দাবাদ

1215095_n

ফেসবুকে চলছে তুমুল ঝড়তুফান,
ছদ্মনাম'র ভুয়া আইডিতে সমানসমান।
এখানে চলছে বড় হবার প্রতিযোগিতা,
কি ছেলে, কি বুড়ো, কি মাতা-পিতা।

চলছে বিভিন্ন ধর্মের ধর্মীয় বাণী,
চলছে ভাইয়ে ভাইয়ে হানাহানি।
ফেসবুকে কেউ করে সহযোগিতা,
আবার অনেকেই করে বিরোধিতা।

চলছে ছবি আপলোড করার খেলা,
ছবি দিয়েই যাচ্ছে সারাবেলা।
কারোর মেয়ের ছবি, বউয়ের ছবি,
কেউ দিচ্ছে নাতি-নাতনীদের ছবি।

কারোর যায় ইজ্জত সম্মান,
কেউ ভাগ্যগুণে হয়ে যায় মহান।
কেউ হয় অপদস্ত অপমান,
কারোর চলে যায় মানসম্মান।

ফেসবুকে কেউ লিখে কবিতা,
আবার কেউ করে রসিকতা।
কেউ গায় কবির শ্যামের গান,
হিংসায় কারোর চলে যায় প্রাণ।

কেউ দেয় সময়ের সঠিক পরামর্শ,
আবার কেউ দেখায় চরিত্রের আদর্শ।
ফেসবুকে যে না পারে সে-ও পারে,
এরপর দোষ চাপায় অন্যের ঘাড়ে।

ইদানীং ফেসবুকে দেশের রাজনীতি,
চলছে কোন্দল, চলছে স্বজনপ্রীতি।
চলছে ঘাত-প্রতিঘাত, হিংসা অহংকার,
কেউ আবার কাউকে করছে তিরস্কার।

ফেসবুকে চলছে গ্রুপিং দলাদলি,
চলছে হুমকি-ধমকি ফালাফালি।
চলছে ব্যবসা নিত্যপণ্য বেচা-কেনা,
চলছে ধান্ধাবাজি, মেসেঞ্জারেও দেয় হানা।

জিন্দাবাদ জিন্দাবাদ এ-যুগের ফেসবুক,
ফেসবুক হলো কোটি মানুষের সুখ-দুঃখ!
ফেসবুকে চলে যতো অন্যায়ের প্রতিবাদ,
মার্ক জাকারবার্গের ফেসবুক জিন্দাবাদ!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “ফেসবুক জিন্দাবাদ

  1. "চলছে ছবি আপলোড করার খেলা, ছবি দিয়েই যাচ্ছে সারাবেলা।
    কারোর মেয়ের ছবি, বউয়ের ছবি, কেউ দিচ্ছে নাতি-নাতনীদের ছবি।"

    সত্য এবং ইন্টারেস্টিং লিখন। অভিনন্দন কবি মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয়া দাদা। আগাম শারদীয় শুভেচ্ছা রইলো। 

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে আগাম শারদীয় শুভেচ্ছা। 

  2. সময় উপযোগী লেখা কবি নিতাই দাদা। ফেইসবুক আগামীতে যে আরো কতকিছু দেখাবে আমাদের। এখন শুধু সময়ের অপেক্ষা। ফেসবুক জিন্দাবাদ। শুভ কামনা রইল।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে আগাম শারদীয় শুভেচ্ছা।।

      রইলো

মন্তব্য প্রধান বন্ধ আছে।