ভোর হতে জীবিকার সাথে যুদ্ধ শুরু!
রাতদুপুর অবধি চলে তুমুল যুদ্ধ!
এই যুদ্ধের শেষ কোথায় হে গুরু?
শিশুকাল পেরিয়ে কেউ হয়েছে বৃদ্ধ!
তবুও হচ্ছে না জয়! সদা পরাজয়!
কবে হবে শেষ, জীবনের এই যুদ্ধ?
তবুও থেমে নেই জীবন, থামছে না যুদ্ধ!
চেষ্টা শুধু বেঁচে থাকার জীবিকার সন্ধান!
সকাল-দুপুর, রাত-বিরেত, যুবক-বৃদ্ধ,
ধনী-গরিব, কৃষাণ-কৃষাণীর চেষ্টা সমান-সমান!
তাতে হয় কারোর জয়, কারোর পরাজয়!
তবুও সকলেরই লক্ষ্য জীবিকার সন্ধান!
6 thoughts on “জীবিকার সন্ধান!”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তবুও হচ্ছে না জয়! সদা পরাজয়!
কবে হবে শেষ, জীবনের এই যুদ্ধ?
তবুও থেমে নেই জীবন, থামছে না যুদ্ধ!
চেষ্টা শুধু বেঁচে থাকার জীবিকার সন্ধান!
আমি নিজেও সকাল-সন্ধ্যা জীবিকার সন্ধানে থাকি, দাদা। তাই আমি মনে করি জীবন বাঁচাতে হলে শুধু জীবিকারই প্রয়োজন।
শুভকামনা থাকলো দাদা।
পরিপুষ্ট ও পরিবর্ধন ভাবনা ।
আমি নিজেও সকাল-সন্ধ্যা জীবিকার সন্ধানে থাকি, দাদা। তাই আমি মনে করি জীবন বাঁচাতে হলে শুধু জীবিকারই প্রয়োজন।
শুভকামনা থাকলো দাদা। ।
আসলে জয় পরাজয় নিয়েই জীবন প্রিয় কবি নিতাই দা
আমি নিজেও সকাল-সন্ধ্যা জীবিকার সন্ধানে থাকি, দাদা। তাই আমি মনে করি জীবন বাঁচাতে হলে শুধু জীবিকারই প্রয়োজন।
শুভকামনা থাকলো দাদা।