তুমি জাতির পিতা বঙ্গবন্ধু

197886

তুমি মোদের জাতির পিতা
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি মোদের মুক্তির দিশারী
তুমি বন্দি থেকে মুক্তির শ্লোগান।
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
তুমি বাংলাদেশের স্থপতি জাতির জনক,
তুমি বাংলার ইতিহাস রচনাকারী
তুমি শুনেছ কতো চক্রান্তকারীদের দমক!
তুমি মোদের গর্ব অহংকার
তুমি বিশ্ব মানচিত্রে স্থায়ী নিশানা,
তুমি লাল-সবুজের পতাকা
তুমি পদ্মা মেঘনা যমুনা।
তুমি দিয়েছ উপহার বাংলাদেশ
তুমি রয়েছ ইতিহাসের পাতায় পাতায়,
তুমি দিয়েছ বুকের রক্ত ঢেলে
তুমি অমর, থাকবে লেখকের খাতায়।
তুমি মোদের আলোর দিশা
তুমি স্বাধীন বাংলার জয়বাংলা শ্লোগান,
তুমি মোদের অন্ধকারের আলো
তুমি বঙ্গবন্ধু, তুমি মহান।
___________________

.
ছবি এঁকেছেন, চিত্রশিল্পী লিটন–
আরামবাগ, নারায়ণগঞ্জ।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “তুমি জাতির পিতা বঙ্গবন্ধু

  1. তুমি মোদের আলোর দিশা
    তুমি স্বাধীন বাংলার জয়বাংলা শ্লোগান,
    তুমি মোদের অন্ধকারের আলো
    তুমি বঙ্গবন্ধু, তুমি মহান।

    ___ শুভেচ্ছা জানবেন মি. নিতাই বাবু। অভিনন্দন চিত্রশিল্পী লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।