তুমি মোদের জাতির পিতা
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি মোদের মুক্তির দিশারী
তুমি বন্দি থেকে মুক্তির শ্লোগান।
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
তুমি বাংলাদেশের স্থপতি জাতির জনক,
তুমি বাংলার ইতিহাস রচনাকারী
তুমি শুনেছ কতো চক্রান্তকারীদের দমক!
তুমি মোদের গর্ব অহংকার
তুমি বিশ্ব মানচিত্রে স্থায়ী নিশানা,
তুমি লাল-সবুজের পতাকা
তুমি পদ্মা মেঘনা যমুনা।
তুমি দিয়েছ উপহার বাংলাদেশ
তুমি রয়েছ ইতিহাসের পাতায় পাতায়,
তুমি দিয়েছ বুকের রক্ত ঢেলে
তুমি অমর, থাকবে লেখকের খাতায়।
তুমি মোদের আলোর দিশা
তুমি স্বাধীন বাংলার জয়বাংলা শ্লোগান,
তুমি মোদের অন্ধকারের আলো
তুমি বঙ্গবন্ধু, তুমি মহান।
___________________
.
ছবি এঁকেছেন, চিত্রশিল্পী লিটন–
আরামবাগ, নারায়ণগঞ্জ।
তুমি মোদের আলোর দিশা
তুমি স্বাধীন বাংলার জয়বাংলা শ্লোগান,
তুমি মোদের অন্ধকারের আলো
তুমি বঙ্গবন্ধু, তুমি মহান।
___ শুভেচ্ছা জানবেন মি. নিতাই বাবু। অভিনন্দন চিত্রশিল্পী লিটন।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।
চমৎকার কবি দা
শুভকামনা থাকলো দাদা।