টাকা থাকলেই হয় না সুখ
সুখ আসে সবার সৎকর্মে,
পুরোহিতেরও থাকে শত দুখ
যদি মন না থাকে তার ধর্মে।
স্বর্গের সুখ দেখে না কেউ
দেখে সবাই জীবন থাকতে,
মৃত্যুর পরে সুখে আছে কেউ
তা শুনেছে কেউ কাউকে বলতে?
ধর্ম হলো সদা সৎপথে চলা
অসৎ পথে আসে দুখ,
সৎকর্মে নেই আপদ-বালা
শত কষ্টের মাঝেও পায় সুখ।
3 thoughts on “সৎকর্মে সুখ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সত্যকথা বলেছেন কবি দা
টাকা থাকলেই হয় না সুখ … সুখ আসে সবার সৎকর্মে।
এটাই হচ্ছে সুবচন এবং চিরন্তন সত্য।
পড়ে খুবই ভালো লাগলো।
শুভেচ্ছা সহ সালাম রইলো।