বাড়িটা হলো তার পুকুরপাড়
বসে থাকে সে চুপচাপ,
উঁকি মারে সে এপার-ওপার
কে সে? চেয়ে দেখি এক সাপ!
কী সাপ আর কী নাম
কালসাপ নাকি সে লালসাপ?
রাজ্যে তো তার হরেক নাম
আসল নাম কি তার? নাম তার গুইসাপ!
কেউ বলে স্থল কুমির
কেউ গোসাপ, কোমোডো ড্রাগন,
দেখতে কিন্তু হুবহু কুমির
হঠাৎ যদি কেউ দেখে, শরীরে ধরবে কাঁপন!
.
(ছবিটি নিকটস্থ বাংলাদেশ সমবায় শিল্প সংস্থার পুকুরপাড় থেকে তোলা।)
নাম তার গুঁইসাপ!
কেউ বলে স্থল কুমির
কেউ গোসাপ, কোমোডো ড্রাগন,
দেখতে কিন্তু হুবহু কুমির, শরীরে ধরবে কাঁপন!
হ্যাঁ দাদা। দারুণ মিলিয়েছেন। এভাবে হলেই তো ভালো হতো বলে মনে হয়। যাক এ নিয়ে আবার অন্যভাবে লেখার চেষ্টা করছি। শুভকামনা থাকলো।
মুগ্ধকর উপস্থাপন শৈলী
শুভকামনা থাকলো দাদা। সাথে শুভ সকালের শুভেচ্ছাও।