করোনা কাল!
পাল্টে দিলো জীবনের হালচাল!
কারোর হয়েছে রাতারাতি গুটি লাল!
সাধারণ মানুষকে ওরা বানিয়েছে আবাল!
করোনা কাল!
২০১৯-২০২০ পেরিয়ে ২০২১ সাল!
তবুও যেন নিরবতা সকাল-বিকাল!
দেশের অর্থনীতির হয়েছে করুণ হাল!
করোনা কাল!
কেউ মরে ভয়ে, কেউ ফেলে জাল!
সরকার দেয় ত্রাণ, তেল, লবণ, ডাল!
জনপ্রতিনিধি মারে খায় গরিবের চাল!
করোনা কাল!
মানুষ কর্মহীন হয়েছে আজ-কাল!
তবু্ও করছে দুর্নীতি করার গুটিচাল!
ওরা বুঝে-না কোনটা হারাম- হালাল!
করোনা কাল!
দেশের চিকিৎসা সেবা বেহাল!
ক্লিনিকে, হাসপাতালে ঘুরছে দালাল!
নমুনা পরীক্ষায় দুর্নীতিবাজ রাঘববোয়াল!
4 thoughts on “করোনা কাল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
করোনা কাল!
দেশের চিকিৎসা সেবা বেহাল!
ক্লিনিকে, হাসপাতালে ঘুরছে দালাল!
নমুনা পরীক্ষায় দুর্নীতিবাজ রাঘববোয়াল!
অনন্য সৃজন, ছুঁয়ে গেল মন।
চমৎকার ভাবনা কবি দা
করোনা কাল থেকে মানব সমাজের অনেক কিছু শেখার আছে…