নদী বাঁচাও দেশ বাঁচাও

150865559_34

একটি নদীর নাম শীতলক্ষ্যা
নদীটা প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জে অবস্থিত,
একসময় বহির্বিশ্বে নদীটার অনেক সুনাম ছিল,
সেই সুনামে নারায়ণগঞ্জবাসী ছিল খুবই গর্বিত।

বিগত সময়ে প্রতিদিন প্রতিক্ষণ
দেখা যেতো নদীর দু’পাড়ে স্নান করার দৃশ্য,
ওইসব দৃশ্য এখন আর দেখা যায় না
কালের আবর্তে সবই যেন হয়ে গেলো অদৃশ্য!

শীতলক্ষ্যা নদীটার ছিল স্বচ্ছ পানি
ছিলো খরস্রোতা ঢেউ আর মায়াবী রূপ!
এখন আর ঢেউ নেই, স্বচ্ছ পানি নেই,
রূপ নেই, তারপরও রাষ্ট্র কেন যেন চুপ?

নদী রক্ষায় নিয়োজিত কমিশন
সে-ও চুপ! নির্বাচিত জনপ্রতিনিধিরাও চুপ!
নদী বাঁচাতে কথা বলে না কেউই, কিন্তু কেন?
অথচ তাঁরা নির্বাচনের আগে বড় কথা বলে খুব!

তবুও নদী বাঁচাও নদী বাঁচাও–
বলে আপামর জনগণ করছে জীবন শেষ!
শ্লোগানে আজ মুখরিত নদী বাঁচাও দেশ বাঁচাও–
নদী বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে বাংলাদেশ।

.
ছবিতে শীতলক্ষ্যা নদীর বর্তমান রূপ!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “নদী বাঁচাও দেশ বাঁচাও

    1.  

      সময়ের অভাবে মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। আশা করি মন খারাপ করেননি।

       

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকলো, অনেক অনেক শুভকামনা।

      শ্রদ্বেয় দাদা।

    1. সময়ের অভাবে মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেলো, দাদা। আশা করি মন খারাপ করেননি।

       

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকলো, অনেক অনেক শুভকামনা।

      শ্রদ্বেয় দাদা।

  1. নদী রক্ষায় নিয়োজিত কমিশন
    সে-ও চুপ! নির্বাচিত জনপ্রতিনিধিরাও চুপ!
    নদী বাঁচাতে কথা বলে না কেউই, কিন্তু কেন?
    অথচ তাঁরা নির্বাচনের আগে বড় কথা বলে খুব! :(

    1. আমাদের দেশটা নদীমাতৃক হলেও, আজ দেশের প্রায় নদীগুলোই মৃত্যুর মুখে দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।