একটু ফিরে চাও

156778172_3

ডাকবাক্স কেঁদে বলে, হে পথিক একটু ফিরে চাও,
আমি এখন কর্মহীন বেকার, আমাকে কাজ দাও।
আমি ছিলাম ব্যস্ত তোমাদের সেবায় নিয়োজিত,
আধুনিক প্রযুক্তির যুগে আমি হলাম অবহেলিত!

একসময় যখন ছিলো না এই আধুনিক প্রযুক্তি,
আমাকে ছাড়া তোমাদের হতোনা কখনো মুক্তি!
তোমাদের দেওয়া চিঠি কাঁধে নিয়ে কতোনা হেঁটেছি,
হাঁটতে হাঁটতে হয়েছি ক্লান্ত, তবুও চিঠি পৌঁছিয়েছি।

একসময় চিঠির আশায় থাকতো সবাই পথ চেয়ে,
কতোনা পেতো আনন্দ ঐ চিঠিখানা হাতে পেয়ে।
একসময় আমার ছিলো কতো আদর, কদর, সুনাম,
এখন আমি থাকি অযত্নে, আমার নেই কোনও দাম!

মনে পড়ে সেসময়কার অনেক স্মৃতি, অনেক কথা,
সময়মতো চিঠি না পেলে অনেকেরই হতো মাথাব্যথা!
প্রবাস থেকে কতজন চিঠি পাঠাতো প্রিয়জনের কাছে।
চিঠির খামে ভরে পাঠাতো ছবি তার মা-বাবার কাছে।
এখন আর পাঠায় না চিঠি ও ছবি চিঠির খামে ভরে,
টাকা পাঠাতে পোস্ট অফিসে থাকেনা কেউ লাইন ধরে।
আগে ছিলাম শুধু আমিই তোমাদের একমাত্র ভরসা
তথ্য-প্রযুক্তির এই যুগে কেউ করোনা আমার আশা।

তাই আমি এখন অপদার্থ বেকার, সময় কাটে ঘুমিয়ে,
প্লিজ! দাও চিঠি, আমি যত্নসহকারে দিবো পৌঁছিয়ে।

.
ছবি: নারায়ণগঞ্জ কিল্লারপুল সংলগ্ন ড্রেজার সংস্থার সামনে অযত্নে অবহেলায় পড়ে থাকা ইতিহাস ঐতিহ্যের ডাকবাক্স।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

5 thoughts on “একটু ফিরে চাও

    1. রাস্তার পাশে ডাকবাক্সটি দেখে মনটা খারাপ হয়ে গেলো।  

      আগের মতো ডাকবাক্সের সেই কদর নেই। 

  1. ডাকবাক্স কেঁদে বলে, হে পথিক একটু ফিরে চাও,
    আমি এখন কর্মহীন বেকার, আমাকে কাজ দাও।

    ____ ভীষণ নস্টালজিক হলাম প্রিয় কবি মি. নিতাই বাবু। গুড জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. রাস্তার পাশে ডাকবাক্সটি দেখে মনটা খারাপ হয়ে গেলো।  

      শুভকামনা থাকলো দাদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।