মায়ের কথা

163435075_3

মা বলেছিলেন, “শোন শোন ওরে মানিক রতন
পরের ধন খাবিনে লুটে-পুটে, খাবিরে তুই খেটেখুটে,
মানে রাখিস সারাজীবন, পরের ধন হয় না আপন
যদিও কেউ করে আপন, শেষমেশ পরেই খায় লুটে-পুটে!

“নিজের থাকে যা, ভেবে নিবি এটাই তোর কপালটা
কর্ম করে খাবি খোকা, কর্মতেই দেবতা বিশ্বকর্মা,
কর্ম যদি না করিস খোকা, আগুনে পুড়বে সংসারটা
কর্মতেই হবে সুখ, কর্ম ছাড়া লোকে বলবে অকর্মা!”

তাই আমি প্রতিদিন সকাল থেকে রাতদুপুর পর্যন্ত কর্মেই থাকি,
একটু সুখের আশায়!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “মায়ের কথা

  1. প্রতিদিন সকাল থেকে রাতদুপুর পর্যন্ত কর্মেই থাকা অর্থ হচ্ছে ঈশ্বরের ইবাদতে থাকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধ্যেয়। সুন্দর মন্তব্য পেয়ে অত্যন্ত খুশি হলাম দাদা।

  2. একেবারে অন্য স্বাদের ছোঁয়া পেলাম.. মুগ্ধতা একরাশ শুভেচ্ছা রইল

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধ্যেয়। সুন্দর মন্তব্য পেয়ে অত্যন্ত খুশি হলাম দাদা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    1. অজস্র ধন্যবাদ শ্রদ্ধ্যেয়। সুন্দর মন্তব্য পেয়ে অত্যন্ত খুশি হলাম দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।