সময় ফুরিয়ে যাচ্ছে

194823323_38

একদিন এসেছিলাম ভবে, সময় নিয়ে হাতে,
সময় কত? কত বছর? কত মাস? কত দিন?
কত ঘণ্টা? কত মিনিট আর বাঁচবই বা কত দিন?
জানা নেই কিছুই আমার, তবুও সমস্যা নেই তাতে।

হাঁটি-হাঁটি পা-পা করে, বছরের পর বছর ধরে,
চলছি, ফিরছি, ঘুরছি, খাচ্ছি, বেড়াচ্ছি, দেখছি,
এদিকে সময় যে ফুরিয়ে যাচ্ছে একটুও না ভাবছি!
অথচ সবকিছু আমার বলেই যাচ্ছি ৫৭ বছর ধরে।

শুনেছি আমি আয়ু মানি বায়ু, নিশ্বাস মানি বাতাস,
এই আছে তো এই নেই, জীবন আছে তো মৃত্যু আছে
বায়ু আছে আয়ু আছে, বাতাস আছে তো নিশ্বাস আছে
একদিন সময় ফুরিয়ে যাবে, অন্ধকার হবে এই আকাশ।

.
সবাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। কেবল ৫৮ বছরে পদার্পণ।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

6 thoughts on “সময় ফুরিয়ে যাচ্ছে

  1. শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রিয় লেখক মি. নিতাই বাবু। heartheartheart

  2. আপনার ভালোবাসা ভুলে থাকারমত নয়, দাদা। আমি যেন  অনেকদিন পর নিজের ঘরে ঢুকলাম। ব্লগের সবাইকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর সাথে ব্লগ-সহ সবার জন্য শুভকামনা থাকলো। 

    1. আপনার জন্যও আমাদের তরফ থেকে একরাশ শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।