একদিন এসেছিলাম ভবে, সময় নিয়ে হাতে,
সময় কত? কত বছর? কত মাস? কত দিন?
কত ঘণ্টা? কত মিনিট আর বাঁচবই বা কত দিন?
জানা নেই কিছুই আমার, তবুও সমস্যা নেই তাতে।
হাঁটি-হাঁটি পা-পা করে, বছরের পর বছর ধরে,
চলছি, ফিরছি, ঘুরছি, খাচ্ছি, বেড়াচ্ছি, দেখছি,
এদিকে সময় যে ফুরিয়ে যাচ্ছে একটুও না ভাবছি!
অথচ সবকিছু আমার বলেই যাচ্ছি ৫৭ বছর ধরে।
শুনেছি আমি আয়ু মানি বায়ু, নিশ্বাস মানি বাতাস,
এই আছে তো এই নেই, জীবন আছে তো মৃত্যু আছে
বায়ু আছে আয়ু আছে, বাতাস আছে তো নিশ্বাস আছে
একদিন সময় ফুরিয়ে যাবে, অন্ধকার হবে এই আকাশ।
.
সবাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। কেবল ৫৮ বছরে পদার্পণ।
শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রিয় লেখক মি. নিতাই বাবু।


আপনার ভালোবাসা ভুলে থাকারমত নয়, দাদা। আমি যেন অনেকদিন পর নিজের ঘরে ঢুকলাম। ব্লগের সবাইকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর সাথে ব্লগ-সহ সবার জন্য শুভকামনা থাকলো।
আপনার জন্যও আমাদের তরফ থেকে একরাশ শুভকামনা।
খুব সুন্দর!
Happy birthday
শুভ জন্ম দিন দাদা