রণে বনে জলে জঙ্গলে
মঙ্গলে অমঙ্গলে সবখানে বাঁশ
জন্মায়ও তা সর্বত্র বারোমাস,
বাঁশ, এর নাম বাঁশ।
এই বাঁশ কেউ ধরে কেউ ভরে
কেউ গাড়ে কেউ রোপণ করে
কেউ আবার ঘটায় সর্বনাশ,
বাঁশ, এর নাম বাঁশ।
রাজার থাকে কতো দাস
দাসের হাতে থাকে বাঁশ
বাঁশের আছে বহু ইতিহাস,
বাঁশ, এর নাম বাঁশ।
যদি কেউ পেতে চায় ক্ষমতা
বাঁশই দিতে পারে ১০০℅ নিশ্চয়তা
রণক্ষেত্রেও পাবে নাতো হ্রাস,
বাঁশ, এর নাম বাঁশ।
লগি-বইঠা লাঙল টানা
টং মাচা আর রান্না-বান্না
সব কাজে ব্যবহৃত এই বাঁশ,
বাঁশ, এর নাম বাঁশ।
রাজার থাকে কতো দাস
দাসের হাতে থাকে বাঁশ
বাঁশের আছে বহু ইতিহাস,
বাঁশ, এর নাম বাঁশ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো আছেন।
আমি ভালো আছি দাদা। আশা করবো আপনিও ভালো ছিলেন।
আপনাদের সকলের আশীর্বাদে আমি ভালো আছি, দাদা।
সুন্দর অনুভূতির সুনির্মল উপস্থাপন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। কেমন আছেন? আশা করি ভালো আছেন!
বাহ কবি দা সত্যই বাঁশ প্রয়োজনীয় বাঁশ ছাড়া কোনকিছু হয় না
হ্যাঁ দাদা, ঠিক তা-ই। শুভকামনা থাকলো দাদা।