অসহায় মানুষের আহাজারি

27862

যে দেশের অগণিত মানুষের
নেই যে বাসস্থান,
সে দেশে ভিনদেশি মানুষেরা
পেয়ে যায় স্থান।

যে দেশের নাগরিক ভোটার জনগণ
রাত কাটায় বস্তিতে,
ভিনদেশ থেকে আসা মানুষগুলো
রাত কাটায় স্বস্তিতে।

রাজধানী সহ বড় বড় শহরের বস্তিগুলোতে
আচমকা আগুন জ্বলে,
তখন ভিনদেশি শরণার্থীরা বাসস্থান চেয়ে
মিছিল করে দলেদলে।

যে দেশের নাগরিক থাকে রেললাইনের পাশে
অযত্নে আর অবহেলায়,
ভিনদেশি শরণার্থীরা এদেশে করে খুনখারাপি
তারাই ফুর্তিতে দিন কাটায়।

যে দেশের সিংহভাগ মানুষ ভূমিহীন অসহায়
তারাই হয় উচ্ছেদের শিকার,
ভিনদেশ থেকে এসে করে সন্ত্রাসী চুরি বাটপারি
তাদেরই দেয় বিশ্ব পুরস্কার।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “অসহায় মানুষের আহাজারি

  1. যে দেশের সিংহভাগ মানুষ ভূমিহীন অসহায়
    তারাই হয় উচ্ছেদের শিকার,
    ভিনদেশ থেকে এসে করে সন্ত্রাসী চুরি বাটপারি
    তাদেরই দেয় বিশ্ব পুরস্কার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বাস্তবতার চিত্রতুলে ধরেছেন কবি দা ভাল থাকবেন

  3.  

    নিতাই বাবু অনেক দিন বাদে আপনাকে এই  ব্লগে দেখে আমার খুব ভালো লাগছে।

    আপনার লিখ কোন ব্লগ-এ পড়েছিলাম ঠিক এখন মনে পড়ছে না। তবে আপনার সেই হৃদয় নিগড়ানো লিখা এখনও আমার মনে আছে। কি যেন; "কাজের জন্য পশ্চিম বাংলায় গিয়ে নিঃশ্ব হয়য়ে ফিরে আসা।" কাহিনী আর সেই সাথে আপন বড় বোনের কাছে ঠেকে নিগ্রহ, সে কি লিখা! তাও কি ভুলা যায়। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।