পদ্মায় জেগে উঠেছে বাংলাদেশে স্বপ্নের পদ্মাসেতু,
বিশ্ববাসীর মাথায় আঘাত হেনেছে যেন ধূমকেতু!
বিশ্বব্যাংক বলছে, ‘হায় হায় শেষপর্যন্ত এ কী হলো’!
মুজিব কন্যার প্রচেষ্টায় পদ্মাসেতু হয়েই গেলো?
এই হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা,
আমরা বীর বাঙালি রুখবো আসুক যত ঝামেলা।
শত বাধা অতিক্রম করে পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়,
২৫ জুন শুভ উদ্বোধন, জাতি আছে বসে দেখার আশায়!
………….
পদ্মা সেতুর উদ্বোধন
এসে গেলো ২৫ শে জুন
পদ্মা সেতুর শুভ উদ্বোধন,
শেখ হাসিনার উন্নয়ন
বাঙালির স্বপ্ন পূরণ!
শত বাধা অতিক্রম করে পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়,
২৫ জুন শুভ উদ্বোধন, জাতি আছে বসে দেখার আশায়!
শুভ কামনা ও দোয়া রইলো ।
সুন্দর কবি দা অনেক শুভ কামনা রইল