অল্পতে হও খুশি!

298

হরি বলে হরি, আমি ক্ষুধায় মরি!
দাও কিছু মোরে, পেটখানা ভরি।

হরি বলে হায়, বলি যে তোমায়,
কর্ম দোষে মরে ক্ষুধার জ্বালায়!
যার যার ভাগ্য কর্মতেই বদলায়,
কর্মতেই শাস্তি ভোগ কড়ায় গণ্ডায়।

হরি বলে হরি, বুঝতে না পারি,
অভাবে স্বভাব নষ্ট, নিজে কি করি।

হরি বলে শুনো, নেইতো অভাব,
শুধু অভাব,অভাব, এটা স্বভাব!
আছে প্রচুর, তবুও অভাবী ভাব,
অল্পতে হইও খুশি, গুছবে অভাব।

হরি বলে হরি, যদি যাই মরি,
বলবো না কবু আর ক্ষুধায় মরি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “অল্পতে হও খুশি!

  1. আছে প্রচুর, তবুও অভাবী ভাব,
    অল্পতে হইও খুশি, গুছবে অভাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আসলে আমরা কিন্তু অল্পতে তুষ্ট নই, দাদা। আমরা আরও চাই, আরও চাই। আর নাই নাই শব্দ তো আছেই। 

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।

    1. অনেকের স্বভাব নষ্ট হয়, অভাবে। আবার অনেকের স্বভাব নষ্ট হয় প্রচুর থাকতেও। মানে আরও চাই, আরও চাই।

      সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রিয় দাদা।

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।