গরিবের পহেলা বৈশাখ

poh

কতো বৈশাখ আসে কতো বৈশাখ যে যায়,
পহেলা বৈশাখে ধনীরা ভালো খাবার খায়।
জানেন, পহেলা বৈশাখে গরিবরা কী খায়?
বারোমাস যা খায়, তা-ই খেয়ে বৈশাখ কাটায়!

যাদের আছে প্রচুর তারা খায় পান্তা-ইলিশ,
মোদের মতো গরিবেরা খায় পান্তা-কাঁচামরিচ।
অনেকেই খায় কোরমা পোলাও মাছ মাংস,
এই দুর্মূল্যের বাজারে গরিবরা হচ্ছে ধ্বংস!

বৈশাখের কতো আয়োজন নাচ-গানে ভরপুর,
গরিবের বারোমাসই দুঃখ অভাব হয়না তো দূর!
বৈশাখে ধনীর দুলাল পরে নতুন জামা-কাপড়,
গরিবের নতুন একটা জামা মানে মরণকামড়!

তবুও গরিবদের প্রার্থনা বৈশাখ আসুক বারবার,
হয়তো আগামী বৈশাখে ভালো কিছু হবে তার।
এবার নাহয় বৈশাখে অনন্দ-উল্লাস করুক ধনীরা,
পরের বৈশাখে গরিবেরা আনন্দে হবো দিশেহারা।

.
সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা!
শুভেচ্ছান্তে: নিতাই বাবু
১৪/৪/২০২৩ইং,
পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “গরিবের পহেলা বৈশাখ

  1. আপনাকেও পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা মি. নিতাই বাবু! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়। 

    1. আপনাকেও শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশা করি ভালো থাকবেন সবসময়। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।