মান জ্ঞান ধ্যান সাধন
অভাব অনটনে হয় বিসর্জন
ভুলে যায় গুরুর বচন
চেষ্টা শুধু ক্ষুধা নিবারণ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
গরিবের নাই যে গতি
ভিক্ষা চাইলে মারে লাথি,
তবুও থাকে দুহাত পাতি।
গুরুর বাক্য শুনে না তখন
পেটে ক্ষুধা লাগে যখন
ধর্মের নিয়মও হয়না পালন
দুঃখ যখন করে আগমন।
গুরুর বাক্য শুনে না তখন
পেটে ক্ষুধা লাগে যখন
ধর্মের নিয়মও হয়না পালন
দুঃখ যখন করে আগমন।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি, দাদা।
অসাধারণ মনোমুগ্ধকর উপস্থাপন কবি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি,দাদা।
বেশ ভাবনাময় কবি দা
বেশ ভাবনাময় কবি দা
ভাল থাকবেন——-
হ্যাঁ দাদা, ঠিক বলেছেন।